ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অডিও ফাঁস প্রসঙ্গে ক্যারি ল্যাম

পদত্যাগের প্রস্তাব দেইনি

প্রকাশিত: ০৯:০৪, ৪ সেপ্টেম্বর ২০১৯

পদত্যাগের প্রস্তাব দেইনি

হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম তার পদত্যাগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তার পদত্যাগের ইচ্ছা সংক্রান্ত একটি অডিও ফাঁস হওয়ার পর মঙ্গলবার চীনপন্থী এই নেতা বলেন, আমি কখনও পদত্যাগের প্রস্তাব দেইনি। তাই এ ধরনের অডিওর কোন সত্যতা নেই। ফাঁস হওয়া ওই অডিওতে বলা হয়, তার কারণেই শহরে রাজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে এবং অমার্জনীয় বিশৃঙ্খলার জন্য তিনিই দায়ী। আর যদি সম্ভব হয় তাহলে তিনি পদত্যাগ করবেন। গত সপ্তাহে একটি ব্যবসায়ী গ্রুপের সঙ্গে তার কথোপকথনের অডিও রেকর্ড থেকে তার এ মন্তব্য সম্পর্কে জানা গেছে। রুদ্ধদ্বার বৈঠকে ল্যাম ওই প্রতিনিধিদলকে বলেন, এ সঙ্কট সমাধানের উপায় তার কাছে খুব সামান্যই রয়েছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের উত্তেজনার মধ্যে এই বিক্ষোভ জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিষয় হয়ে উঠেছে। ইংরেজীতে দেয়া বক্তৃতায় সেই অডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমার যদি পছন্দ থাকতো, ক্ষমা চেয়ে প্রথমেই আমি পদত্যাগ করতাম।’ ল্যামের নাটকীয় এবং অনুতপ্ত মন্তব্য থেকে হংকংয়ের বিক্ষোভ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। হংকংয়ের এই বিক্ষোভ সামাল দেয়ার চেষ্টা করছে চীন। কারণ তিয়েনয়ানমেন স্কয়ারে ১৯৮৯ সালের বিক্ষোভের পর এটাই দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কট। বিতর্কিত একটি প্রত্যর্পণ বিল নিয়ে গত জুন থেকে প্রতি সাপ্তাহিক ছুটির দিনে বিক্ষোভ চালিয়ে আসছে হংকংয়ের বাসিন্দারা। ওই বিল বাতিল করা হলেও বিক্ষোভ থামেনি এবং থামাতেও পারেনি ল্যাম। বিক্ষোভকারীরা দিন দিন তাদের দাবি বাড়িয়েই চলছে। ল্যাম মনে করছেন যে, বেজিং এখনও কোন সিদ্ধান্তে আসেনি। তিনি বলেন, আগামী পহেলা অক্টোবর জাতীয় দিবস উদযাপনের আগে সঙ্কট নিরসনে কোন চূড়ান্ত সময়সীমা বেঁধে দেয়নি বেজিং। তিনি বলেন, হংকংয়ের রাস্তায় পিপলস লিবারেশন আর্মির সৈন্য নামানোর বিষয়ে চীনের কোন পরিকল্পনা নেই। বিক্ষোভ দমনে চীন সেখানে সৈন্য পাঠায় কি না সেটা নিবিড়ভাবে প্রত্যক্ষ করছেন বিশ্ব নেতারা। কারণ এর আগে বেজিংয়ের তিয়ানয়ানমেন স্কয়ারে ব্যাপক অভিযানের জন্য সেনা পাঠিয়েছিল তারা। ল্যাম উল্লেখ করেন, এ ধরনের ইস্যু যখন জাতীয় পর্যায়ে চলে গেছে তখন এটা নিয়ে কিছু করার মতো সামান্য বিকল্পই থাকে। তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে প্রধান নির্বাহীর জন্য সুযোগ, বিশেষ করে রাজনৈতিক সুযোগ খুব, খুব, খুবই সীমিত।’ ওই বৈঠকে অংশ নেয়া তিনজন নিশ্চিত করেন যে, প্রায় আধাঘণ্টাব্যাপী ওই বৈঠকে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম এসব মন্তব্য করেছেন। তার ২৪ মিনিটের ওই কথাবার্তা রয়টার্সের হাতে এসে পৌঁছেছে। হংকংয়ের সর্বস্তরের মানুষের সঙ্গে ল্যামের কথা বলার অন্যতম একটি অংশ এই বৈঠক। রয়টার্সের প্রশ্নের জবাবে ল্যামের এক মুখপাত্র বলেন, গত সপ্তাহে ল্যাম দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন যেখানে ব্যবসায়ীরা ছিলেন। আর প্রকৃতপক্ষে এগুলো ছিল ব্যক্তিগত। ওই মুখপাত্র বলেন, ‘প্রধান নির্বাহী ওইসব অনুষ্ঠানে কি বলেছেন সেটা নিয়ে মন্তব্য করার মতো ক্ষমতা নেয় আমাদের।’ চীনা মন্ত্রিপরিষদের উচ্চপর্যায়ের সংস্থা হংকং ও ম্যাকাও বিষয়ক দফতর স্টেট কাউন্সিল রয়টার্সের প্রশ্নের কোন উত্তর দেয়নি। চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসও রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোন জবাব দেয়নি। তিনি ‘হংকংয়ের সব ধরনের লোকের সঙ্গে’ বৈঠক করে চলছেন বলে জানিয়েছেন ল্যাম; ওই বৈঠকটি সেই অনেকগুলো ‘রুদ্ধদ্বার বৈঠকের’ একটি ছিল বলে জানিয়েছে রয়টার্স। এ বিষয়ে রয়টার্সকে ল্যামের এক মুখপাত্র জানিয়েছেন, গত সপ্তাহে দুটি অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছিলেন যেখানে ব্যবসায়ীরাও ছিল এবং দুটিই একান্ত বৈঠক ছিল। তাই ওই অনুষ্ঠানগুলোতে ল্যাম কি বলেছেন তা নিয়ে মন্তব্য করার মতো অবস্থানে নেই আমরা, বলেছেন ওই মুখপাত্র। চীনের মন্ত্রিসভার অধীনস্থ উচ্চ-ক্ষমতাসম্পন্ন সংস্থা চীনের হংকং এবং ম্যাকাও সম্পর্কিত দফতর ‘স্টেট কাউন্সিল’ এ বিষয়ে রয়টার্সের পেশ করার প্রশ্নের কোন জবাব দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। স্টেট কাউন্সিল এরচেয়ে বেশি কিছু জানায়নি। -বিবিসি ও রয়টার্স
×