ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম টি২০তে শ্রীলঙ্কাকে হারাল নিউজিল্যান্ড

প্রকাশিত: ১৩:০১, ২ সেপ্টেম্বর ২০১৯

 প্রথম টি২০তে  শ্রীলঙ্কাকে হারাল  নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার ॥ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র হওয়ার পর শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি২০ সিরিজ শুরু হয়েছে রবিবার। প্রথম টি২০তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নিউজিল্যান্ডই জিতেছে। লাসিথ মালিঙ্গার শ্রীলঙ্কাকে ৩ বল বাকি থাকতে ৫ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়টি পেয়ে টি২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা। এখন যদি মঙ্গলবার দ্বিতীয় ও শুক্রবার তৃতীয় টি২০র মধ্যে যে কোন একটি ম্যাচে জিতে যায় নিউজিল্যান্ড, তাহলেই টি২০ সিরিজ নিজেদের করে নেবে টিম সাউদির নিউজিল্যান্ড। পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা। মজবুত স্কোরও গড়ে। ওপেনার কুশল মেন্ডিসের (৫৩ বলে ৭৯ রান) ঝড়ো ব্যাটিংয়ের সঙ্গে নিরোশাল ডিকভেলার (৩৩) দুর্দান্ত ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৭৪ রান করে শ্রীলঙ্কা। টিম সাউদি ২ উইকেট নেন। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৭৫ রান করে জিতে নিউজিল্যান্ড। শুরুতে ৩৯ রানেই ৩ উইকেট হারিয়েই বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। সেখান থেকে কলিন গ্র্যান্ডহোম ও রস টেইলর মিলে চতুর্থ উইকেটে ৭৯ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন। দলের যখন ১১৮ রান হয়, তখন গ্র্যান্ডহোম (২৮ বলে ৪৪ রান) আউট হয়ে যান। তবে টেইলর ঠিকই উইকেটে সেট হয়ে থাকেন। তবে দলের ১৪৪ রানে টেইলরও (২৯ বলে ৪৮ রান) যখন আউট হন, তখন চাপ তৈরি হয়। শেষে সেই চাপ সামাল দিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারিল মিচেল (১৯ বলে অপরাজিত ২৫ রান) ও মিচেল স্যান্টনার (৮ বলে অপরাজিত ১৪ রান)। চরম প্রতিদ্বন্দ্বিতা তৈরি হওয়া ম্যাচটিতে ড্যারিল ও স্যান্টনার মিলে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ৩ বল বাকি থাকতেই ১৭৫ রানে নিয়ে যান। নিউজিল্যান্ডকে জিতিয়ে সিরিজেও এগিয়ে দেন। স্কোর ॥ শ্রীলঙ্কা ইনিংস ১৭৪/৪; ২০ ওভার (মেন্ডিস ৭৯, ডিকভেলা ৩৩, শানাকা ১৭*, উদানা ১৫*; সাউদি ২/২০)। নিউজিল্যান্ড ইনিংস ১৭৫/৫; ১৯.৩ ওভার (টেইলর ৪৮, গ্র্যান্ডহোম ৪৪, ড্যারিল ২৫*, স্যান্টনার ১৪*; মালিঙ্গা ২/২৩)। ফল ॥ নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ রস টেইলর (নিউজিল্যান্ড)।
×