ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আনসুর ইতিহাসের পরও হোঁচট বার্সিলোনার

প্রকাশিত: ১০:১৮, ২ সেপ্টেম্বর ২০১৯

আনসুর ইতিহাসের পরও হোঁচট বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ যেন চক্র পূরণ করে চলেছে বার্সিলোনা। স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচে একটি করে জয়, পরাজয় ও ড্রয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। হার দিয়ে মিশন শুরুর পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছিল অধিনায়ক লিওনেল মেসিহীন বার্সা। শনিবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচে জিততে পারেনি। দুর্বল ওসাসুনার মাঠে ২-২ গোলে ড্র করে ফিরেছে কাতালানরা। এর ফলে ১৬ বছর বয়সী আনসু ফাটি বার্সার হয়ে গোল করে রেকর্ড গড়লেও কিছুটা অক্ষেপ রয়ে গেছে। এই ড্রয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান বার্সিলোনার। সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে পাঁচে ওসাসুনা। শীর্ষে থাকা এ্যাথলেটিকো বিলবাওয়ের পয়েন্ট ৭। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে দুইয়ে অবস্থান সেভিয়ার। ওসাসুনার মাঠ এল সাদারে বার্সা মাঠে নামে আক্রমণভাগের দুই প্রধান তারকা মেসি ও লুইস সুয়ারেজকে ছাড়াই। ইনজুরিতে ছিটকে গেছেন উসমান ডেম্বেলেও। যে কারণে আক্রমণভাগের নেতৃত্ব ছিল চলতি মৌসুমেই দলে যোগ দেয়া এ্যান্টোনিও গ্রিজম্যানের কাঁধে। কিন্তু ফরাসী ফরোয়ার্ড আগের ম্যাচে দ্যুতি ছড়ালেও এই ম্যাচে আলো ছড়াতে পারেননি। ম্যাচের সপ্তম মিনিটে বার্সার জাল কাঁপিয়ে দেয় ওসাসুনা। মিডফিল্ডার রবার্তো টোরেস বাঁ পায়ের দুর্দান্ত ভলিতে বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের-স্টেগানকে পরাস্ত করেন। বিরতির পর বদলি হিসেবে নেমে খেলার মোড় ঘুরিয়ে অভিষেকের স্বাদ পাওয়া আনসু ফাটি। ৫১ মিনিটে কার্লোস পেরেজের ক্রস থেকে তার করা গোলটি বেশ দৃষ্টিনন্দন। এই এক গোলের ধাক্কায় বার্সার খেলায়ও প্রাণ ফিরে আসে। ওসাসুনার এক ডিফেন্ডারের কাছ থেকে বল কেড়ে নিয়ে নিজের ডানদিকে জায়গা তৈরি করে দুর্দান্ত ফিনিশিং টানেন আর্থার মেলো। ম্যাচের বয়স তখন ৬৪ মিনিট। আর্থারের গোলে এগিয়ে গেলেও শেষদিকে এই স্বস্তি থাকেনি। ৮১ মিনিটে ডি বক্সে বল জেরার্ড পিকের হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিক থেকে গোল করেন টোরেস। রেফারি ভিডিও রেফারির সহায়তা নিয়ে পেনাল্টির বাঁশি বাজালেও ম্যাচ শেষে পিকে বলেছেন বল তার হাতে লাগেনি। বার্সিলোনায় অভিষেকের পর থেকেই আলোচনায় আনসু ফাটি। তরুণ সম্ভাবনাময় এ ফুটবলার ইতোমধ্যে নিজের প্রতিভার জানান দিয়েছেন। সবচেয়ে কম বয়সী হিসেবে লা ুলগায় গোল করে ইতিহাস গড়েছেন তিনি। ওসাসুনার বিপক্ষে মাত্র ১৬ বছর ৩০৪ দিনে গোলের দেখা পেয়েছেন তিনি। গিনি বিসাউয়ে জন্ম নেয়া স্প্যানিশ এই স্ট্রাইকারের বার্সার জার্সিতে অভিষেক হয় ঘরের মাঠ ন্যুক্যাম্পে রিয়াল বেটিসের বিরুদ্ধে। ৫-২ গোলের ওই জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমেছিলেন তিনি। সবচেয়ে কম বয়সে গোল করে ফাটি ভেঙ্গেছেন বোজান কিরকিচের রেকর্ড। এর আগে বার্সার হয়ে ২০০৭ সালে ১৭ বছর ৫৩ দিন বয়সে ভিয়ারিয়ালের বিপক্ষে গোল করেছিলেন কিরকিচ। তৃতীয় রেকর্ডটি আছে বার্সা অধিনায়ক ও সেরা তারকা মেসির দখলে। ২০০৪ সালে তিনি ১৭ বছর ৩১২ দিন বয়সে আলবাসেটের বিপক্ষে গোল করেছিলেন এই মহাতারকা। বার্সার হয়ে রেকর্ড গড়া ফাটি সব দল মিলিয়ে লা লিগার ইতিহাসে তৃতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা। ২০১০ সালে ১৬ বছর ৯৮ দিন বয়সে মালাগার হয়ে গোল করা ফ্যাব্রিক ওলিনগা রেকর্ডটির মালিক। ইকার মুনিয়াইন বিলবাওয়ের হয়ে ২০০৯ সালে ১৬ বছর ২৮৯ দিন বয়সে গোল করে দ্বিতীয় স্থানে আছেন।
×