ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুরুতেই এমন রোমাঞ্চকর!

প্রকাশিত: ১০:১৭, ২ সেপ্টেম্বর ২০১৯

শুরুতেই এমন রোমাঞ্চকর!

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি’এ লীগে বেশিরভাগ দলই একটি করে ম্যাচ খেলেছে নতুন মৌসুমে। রবিবার পর্যন্ত মাত্র ছয় দল খেলেছে দুটি করে ম্যাচ। এই তালিকায় রয়েছে জুভেন্টাসের নাম। শনিবার ইতালিয়ান সিরি’এ লীগের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী নেপোলির মুখোমুখি হয়েছিল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচেই ভক্ত-অনুরাগীদের রোমাঞ্চকর ফুটবল উপহার দিয়েছে দুই দল। শেষ পর্যন্ত জয় পেয়েছে জুভেন্টাসই। নিজেদের মাঠে এদিন রোনাল্ডো-হিগুয়েইনরা ৪-৩ গোলে নাটকীয়ভাবে হারিয়েছে নেপোলিকে। সিরি’এ লীগে এখন একক রাজত্ব চলছে জুভেন্টাসের। সর্বশেষ আটবার যে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে তুরিনের ওল্ড লেডিরা। সেই সংখ্যাটাকে এবার নয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই নতুন মৌসুমের মিশন শুরু করে জুভেন্টাস। শনিবার নেপোলির বিপক্ষে ম্যাচেও দেখা যায় জুভদের দাপট। প্রথমার্ধের ১৯ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় স্বাগিতক জুভেন্টাস। ১৬ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন ড্যানিলো। বদলি হিসেবে নেমে মাত্র ২৯ সেকেন্ডের মধ্যেই প্রতিপক্ষের জালে বল জড়ান জুভেন্টাসের এই তারকা ফুটবলার। তার চার মিনিট পর গোল ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো হিগুয়েইন। ফলে দুই গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় নেপোলি। দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে স্বাগতিকরা। ৬২ মিনিটে আবারও স্বাগতিক সমর্থকদের গোল উৎসবের জোয়ারে ভাসার সুযোগ করে দেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। চলতি মৌসুমে সিআর সেভেনের এটাই প্রথম গোল। তবে গোলের পর নিজের স্বাভাবিক উদযাপন করেননি জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। বরং উপহাস করতে দেখা যায় তাকে ভিএআরের সমালোচনার ইঙ্গিত দিয়ে। সমর্থকদেরও উদযাপন না করার ইশারা করেন রোনাল্ডো। পরে যদি ভিএআরের বদলৌতে গোল বাতিল হয়ে যায়। সাবেক রিয়াল তারকার গোলের সৌজন্যে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৩-০। নিঃসন্দেহে নিশ্চিত জুভেন্টাসের জয় মনে করে হয়তো টিভি অফ করে দিয়েছেন সমর্থকদের অনেকেই। তবে ম্যাচের রোমাঞ্চটা কিন্তু তখনও বাকি! দোর্দ- প্রতাপে ঘুরে দাঁড়ায় নেপোলি। মাত্র ১৫ মিনিটের মধ্যেই জুভেন্টাসের জালে ৩ গোল করে সফরকারীরা। ৬৬ মিনিটে তাদের গোলের সূচনা করে দেন রোমার সাবেক ডিফেন্ডার মানোলাস। তার দুই মিনিট পর জুভেন্টাসের জালে আবারও বল জড়ান লোযানো, মারিও রুইয়ের ক্রস থেকে। সেই সঙ্গে অনন্য এক ইতিহাসও গড়েন তিনি। এ যাবতকালের ইতিহাসে মেক্সিকোর প্রথম খেলোয়াড় হিসেবে সিরি’এ লীগে গোল করার রেকর্ড গড়লেন লোযানো। এই গোলে আশাও বাড়ে নেপোলির। ৮১ মিনিটে ডি লোরেঞ্জো গোল করলে তো সমতায় ফেরে তারা। সেই সঙ্গে দুর্দান্ত কামব্যাকেরও নজির গড়ে নেপোলি। নির্ধারিত সময়ে সমতায় থেকেই ম্যাচ শেষ করে দুই দল। কিন্তু রোমাঞ্চ যেন তখনও বাকি! ম্যাচের অতিরিক্ত সময়ের ৯০+২ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন কালিদো কৌলিবালি। আর এই আত্মঘাতী গোলের কারণেই ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ২০১৯-২০ মৌসুমের প্রথম ম্যাচে ফিওরেন্টিনার বিপক্ষেও ৭ গোলের রোমাঞ্চকর এক লড়াই উপহার দিয়েছিল নেপোলি। সেই ম্যাচটা অবশ্য তারা ৪-৩ গোলে জয় পেয়েছিল। জুভেন্টাসের বিপক্ষে ঘটল ব্যতিক্রম ঘটনা। ৪-৩ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে তারা। তবে এই হারের ফলেও একটা রেকর্ড গড়েছে নেপোলি। প্রায় নয় দশকের মধ্যে প্রথম দল হিসেবে লীগের প্রথম দুই ম্যাচেই প্রতিপক্ষের বিপক্ষে সাত গোল করার ও নিজেদের জালে সমান গোল হজমের রেকর্ড গড়ল নেপোলি। এর আগে সিরি’এ লীগে এমনটা দেখা যায় ১৯৩১-৩২ মৌসুমে। কাকতালীয় হলেও সেই দলটার নামও নেপোলি।
×