ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

লিভারপুল ও ম্যানসিটির সাবলীল জয়

প্রকাশিত: ১০:১৭, ২ সেপ্টেম্বর ২০১৯

 লিভারপুল ও ম্যানসিটির সাবলীল জয়

স্পোর্টস রিপোর্টার ॥ পরিসংখ্যানটা অনেকের কাছে অবিশ্বাস্যই মনে হতে পারে। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের ইতিহাসে এতদিন ব্রাজিলের কোন খেলোয়াড়েরই ৫০ গোল করার রেকর্ড ছিল না! অবশেষে সেই খরা ঘুচিয়েছেন রবার্টো ফিরমিনো। শনিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচটিতে এক গোল করে গোলের হাফ সেঞ্চুরি পূরণ করেন তারকা ফরোয়ার্ড ফিরমিনো। ফিরমিনোর পর ৪১ গোল করে এ তালিকায় দুইয়ে আছেন বর্তমানে বার্সিলোনা থেকে ধারে বেয়ার্ন মিউনিখে চলে যাওয়া ফিলিপ কুটিনহো। লিভারপুলে থাকাকালীন সময়ে তিনি গোলগুলো করেন। এছাড়া ২৯ গোল করে তারপর আছেন জুনিনহো। ২৮টি করে গোল করে এর পরের অবস্থান গ্যাব্রিয়েল জেসুস ও উইলিয়ানের। লিভারপুলের টানা চার জয়ের রাতে সাবলীল জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও। আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও এ্যাগুয়েরোর জোড়া গোলে ভর করে সিটিজেনরা ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাইটন এ্যান্ড হোভকে। বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দু’টি জিতলেও হোঁচট খেয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন। সাউদাম্পটনের মাঠে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছে লিভারপুল। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানসিটি। বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে সাবেক চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি। মাত্র ৫ পয়েন্ট নিয়ে সাতে ম্যানইউ ও সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে নয় নম্বরে চেলসি। বার্নলির বিরুদ্ধে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে লিভারপুল। পঞ্চম মিনিটে মোহাম্মদ সালাহর বাঁকানো শট সাইডপোস্টে লেগে প্রতিহত হয়। অবশেষে ৩৩ মিনিটে উপহার গোলে এগিয়ে যায় রানার্সআপরা। ট্রেন্ট এ্যালেকজান্ডার-আর্নল্ডের নেয়া শট স্বাগতিক ডিফেন্ডার ক্রিস উডের মাথায় লেগে বার্নলির জালে জড়িয়ে যায়। চার মিনিট পর বার্নলির ইংলিশ ডিফেন্ডার বেন মির ভুল পাস থেকে পাওয়া বল নিয়ন্ত্রণে নিয়ে ফিরমিনো বাড়ান সাদিও মানেকে। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সেনেগালের ফরোয়ার্ড। বিরতির পর ৮০ মিনিটে পাল্টা আক্রমণে দলের পক্ষে তিন নম্বর গোল করেন ফিরমিনো। এর ফরে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে প্রিমিয়ার লীগে ৫০ গোল করার ইতিহাস করেন তারকা এই ফরোয়ার্ড। ইতিহাদ স্টেডিয়ামে দুর্বল ব্রাইটনকে দাঁড়াতেই দেয়নি চ্যাম্পিয়ন সিটি। ম্যাচের দ্বিতীয় মিনিটে গোলোৎসবের সূচনা করেন কেভিন ডি ব্রুইনে। দারুণ ধারাবাহিকতা ধরে রেখে ৪২ ও ৫৫ মিনিটে দুই গোল করেন এ্যাগুয়েরো। ৭৯ মিনিটে শেষ গোলটা করেন পর্তুগীজ মিডফিল্ডার বার্নাডো সিলভা। এ নিয়ে লীগে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকল সিটিজেনরা। এদিকে ব্যর্থতার বৃত্তেই আটকে আছে ম্যানইউ। চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি রেড ডেভিলসরা। টানা তিন ম্যাচে পয়েন্ট খুইয়ে সে প্রমাণই দিয়েছে তারা। রোমেলু লুকাকু-আলেক্সিস সানচেজরা চলে যাওয়ায় সাউদাম্পটনের বিরুদ্ধে আক্রমণভাগ সামলানোর দাযিত্ব বর্তে মার্কাস রাশফোর্ড-ড্যানিয়েল জেমসের ওপর। কোচের আস্থার প্রতিদানটা ঠিকই দিয়েছেন ওল্ডট্র্যাফোর্ডের নতুন তারকা জেমস। ম্যাচের দশম মিনিটে স্কট ম্যাকটমিনের দুর্দান্ত পাস থেকে ইউনাইটেডকে এগিয়ে দেন ২১ বছর বয়সী ওয়েলস ফরোয়ার্ড। এই নিয়ে ম্যানইউ’র জার্সিতে চার ম্যাচে ৩ গোল করেছেন তিনি। বিরতির পর ৫৮ মিনিটে সমতায় ফিরে সাউদাম্পটন। গোল করেন ভেস্টারগার্ড। ম্যাচের ৭৩ মিনিটে দশ জনের দল পরিণত হয় সাউদাম্পটন। ম্যাকটমিনেকে ফাউল করলে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান সাউদাম্পটনের ডিফেন্ডার কেভিন ডানসোকে। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেননি পোগবা, মাতারা। যে কারণে আরেকবার ড্র করে মাঠ ছাড়তে হয় ম্যানইউকে।
×