ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ক্রিকেটে রেকর্ড রোমানিয়া

প্রকাশিত: ১০:১৭, ২ সেপ্টেম্বর ২০১৯

 ক্রিকেটে রেকর্ড রোমানিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ রোমানিয়ায় সবচেয়ে জনপ্রিয় ফুটবল। জিমন্যাস্টিক, ভলিবল, হ্যান্ডবল, রাগবি আর টেনিসও খুব একটা পিছিয়ে নেয়। সেই দেশটিই এবার টি২০তে ভাঙ্গল শ্রীলঙ্কার রেকর্ড। আশ্চর্য বৈকি। অনেকের মনে কৌতূহল জাগতে পারে, রোমানিয়া আবার ক্রিকেটও খেলে? দেশটিতে এখন চলছে রোমানিয়া টি২০ কাপ। আইসিসি থেকে আন্তর্জাতিক মর্যাদা পাওয়া টুর্নামেন্ট থেকে রাশিয়া নাম প্রত্যাহার করে নেয়ায় খেলছে পাঁচ দল। বৃহস্পতিবার তুরস্কের বিপক্ষে ৬ উইকেটে ২২৬ রানের বিশাল স্কোর গড়ার পর প্রতিপক্ষকে মাত্র ১৩ ওভারে ৫৩ রানে অলআউট করে দিয়ে আয়োজকরা তুলে নেয় ১৭৩ রানের জয়। গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। আগের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ২০০৭ টি২০ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের ব্যবধানে জয় পেয়েছিল লঙ্কানরা।
×