ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুর যাচ্ছে অনুর্ধ-২১ নারী হকি দল

প্রকাশিত: ১০:১৫, ২ সেপ্টেম্বর ২০১৯

 সিঙ্গাপুর যাচ্ছে অনুর্ধ-২১ নারী হকি দল

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৯ থেকে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এয়ার এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি। এই টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ অনুর্ধ-২১ নারী হকি দল। দেশের বাইরে কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ নারী এই প্রথমবার অংশগ্রহণ করবে। এ উপলক্ষে রবিবার বাংলাদেশ হকি ফেডারেশনে জার্সি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রিতু খানমকে অধিনায়ক আর রিয়া আক্তার স্বর্ণাকে সহ-অধিনায়ক করে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক সাঈদ। এ সময় সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের বাইরে প্রথম কোন আন্তর্জাতিক টুর্নামেন্টকে ঘিরে নতুন সম্ভাবনার পথে যাত্রা শুরু হলো বাংলাদেশের নারী হকির। টুর্নামেন্টের ফলাফল যাই হোক এই নারীদের দীর্ঘমেয়াদী অনুশীলন ও সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করবে হকি ফেডারেশন।’ জাতীয় দলের উপদেষ্টা কোচ অজয় কুমার বানসাল বলেন, ‘এই নারীদের কাছ থেকে রাতারাতি সাফল্য আশা করা ভুল হবে বরং তাদের নিয়ে ভবিষ্যতে শক্তিশালী দল গড়াই মূল লক্ষ্য হওয়া উচিত।’ অনুর্ধ-২১ নারী দলের অধিনায়ক রিতু খানম জানান, টুর্নামেন্টে সর্বোচ্চ পারফর্ম করাই লক্ষ্য দলের। শেষ মুহূর্তে নেপাল নাম প্রত্যাহার করে নেয়ায় টুর্নামেন্টে বাংলাদেশসহ মোট ৬টি দল অংশ নিচ্ছে। পরিবর্তিত ফিক্সারে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে হবে ম্যাচ। টুর্নামেন্টের সেরা দুই দল অংশ নিবে ওমেন্স জুনিয়র এশিয়া কাপ-২০২০-এ। ইতোমধ্যে এই টুর্নামেন্টে স্থান করে নিয়েছে চীন, ভারত, জাপান, কোরিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। বাংলাদেশ দল ॥ গোলরক্ষক-সুমি আক্তার ও রিয়া আক্তার স্বর্ণা (সহ-অধিনায়ক)। রক্ষণভাগে রিতু খানম (অধিনায়ক), জোয়ারিয়া ফেরদৌস জয়িতা, মুক্তা খাতুন, রানি আক্তার রিয়া মনি ও পারভিন আক্তার। মধ্যমাঠে লিমা খাতুন, ফারদিয়া আক্তার রাত্রি, সানজিদা আক্তার সাথী, সানজিদা আক্তার মনি, মোকসেদা মুন্নী ও নাদিরা। আক্রমণভাগে নমিতা কর্মকার, সাদিয়া খাতুন, তারিন আক্তার খুশি, অর্পিতা পাল, তাসমিম আক্তার মিম। হেড কোচ তারিকুজ্জামান নান্নু, সহকারী কোচ হেদায়েতুল ইসলাম রাজীব ও শহিদুল্লাহ টিটু এবং সমন্বয়ক পারভীন নাসিমা পুতুল।
×