ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে পৌঁছেছেন সাকিবরা

প্রকাশিত: ১০:১৪, ২ সেপ্টেম্বর ২০১৯

 চট্টগ্রামে পৌঁছেছেন সাকিবরা

স্পোর্টস রিপোর্টার ॥ আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট খেলতে রবিবার চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ টেস্ট দল। বিকেলে চট্টগ্রাম পৌঁছান সাকিবরা। আজ থেকে চট্টগ্রামে অনুশীলনও শুরু করে দেবে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল। সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেটাররা। চট্টগ্রামে হবে একমাত্র টেস্টটি। ৫ সেপ্টেম্বর শুরু হবে টেস্ট। এর আগে চট্টগ্রামে তিনদিন অনুশীলন করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। চট্টগ্রামে পৌঁছার আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এতদিন অনুশীলন চালিয়ে গেছেন ক্রিকেটাররা। এখন থেকে টেস্ট ভেন্যুতে অনুশীলন হবে। টেস্ট দলে সাকিব ছাড়াও সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন আছেন। এই টেস্টকে সামনে রেখে বাংলাদেশ টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান জেতার জন্যই খেলবেন, তা আগেই জানিয়েছেন, ‘এটা অস্বীকার করা যাবে না যে তারা (আফগানিস্তান) খেলোয়াড় হিসেবে প্রমাণিত। যদিও স্বল্প পরিসরের ফরমেটে খেলেছে। যেহেতু ওখানে সফলতা পেয়েছে কোন কারণ নেই যে এখানে সফল হতে পারবে না।’ সঙ্গে যোগ করেন, ‘অভিজ্ঞতার দিক থেকে যদি বলি আমরা এগিয়ে থাকব। কিন্তু ও (রশীদ) বিশ্বমানের বোলার। যদিও টেস্ট ম্যাচ একটা-দুটা খেলেছে। ওইদিক থেকে তারজন্য নতুন। যে কোন দলের বিপক্ষে খেলতে গেলে আমরা এখন চিন্তা করি যে আমাদের এখন জিততে হবে। আফগানিস্তানের বিপক্ষেও আমাদের একই চিন্তা। আমাদের মানসিকতায় কোন পরিবর্তন আসবে বলে মনে হচ্ছে না। আমরা জেতার জন্য খেলব।’
×