ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউএস ওপেনে আন্দ্রেস্কুর বাজিমাত

প্রকাশিত: ১০:১৩, ২ সেপ্টেম্বর ২০১৯

ইউএস ওপেনে আন্দ্রেস্কুর বাজিমাত

স্পোর্টস রিপোর্টার ॥ ইউএস ওপেনে দুর্দান্ত খেলছেন বিয়ান্কা আন্দ্রেস্কু এবং নাওমি ওসাকা। অসাধারণ পারফর্ম করেই টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন তারা। তৃতীয়পর্বের ম্যাচে ১৯ বছরের আন্দ্রেস্কু ৬-৪ এবং ৬-৪ গেমে পরাজিত করেছেন সাবেক নাম্বার ওয়ান তারকা ক্যারোলিন ওজনিয়াকিকে। দিনের আরেক ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন নাওমি ওসাকা ৬-৩ এবং ৬-০ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন ১৫ বছরের বিস্ময় বালিকা কোকো গাফকে। ফ্ল্যাশিং মিডোতে প্রথমবার খেলছেন বিয়ান্কা আন্দ্রেস্কু। প্রথম আসরেই নিজেকে দারুণভাবে মেলে ধরছেন কানাডার তরুণ প্রতিভাবান এই খেলোয়াড়। ইউএস ওপেনের প্রথম তিন ম্যাচেই টানা জয় তুলে নিয়েছেন তিনি। এ বছরেই বিশ্ব টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন আন্দ্রেস্কু। এই সময়ে টরেন্টোতে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জিতেছেন ইন্ডিয়ান ওয়েলসের শিরোপাও। মার্চে ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে তিনবারের গ্র্যান্ডস্লাম জয়ী এ্যাঞ্জেলিক কারবারকে হারিয়েছিলেন তিনি। ইউএস ওপেনের তৃতীয়পর্বের ম্যাচে আবারও এক সাবেক শীর্ষ তারকাকে হারালেন আন্দ্রেস্কু। তবে শেষ ষোলোতেই অগ্নিপরীক্ষার সম্মুখীন হতে হবে কানাডিয়ান তারকাকে। কেননা চতুর্থ পর্বের ম্যাচে আজ তার প্রতিপক্ষ টেইলর টাউনসেন্ড। বর্তমানে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১১৬ নম্বরে অবস্থান টাউনসেন্ডের। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে সিমোনা হ্যালেপকে বিদায় করে দেন তিনি। উইম্বলডনের চ্যাম্পিয়নকে হারানোর পর শনিবার তৃতীয়পর্বের ম্যাচে টাউনসেন্ড ৭-৫ এবং ৬-২ গেমে রোমানিয়ারই আরেক তারকা সোরানা চিরস্টিয়াকে পরাজয়ের স্বাদ উপহার দেন। সেই সঙ্গে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেন। শনিবার টেনিসপ্রেমীরা আলাদা করে দৃষ্টি রেখেছিলেন নাওমি ওসাকা আর কোকো গাফের ম্যাচেও। তবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন অবশ্য একপেশে খেলেই ম্যাচটা নিজের করে নিয়েছেন। এর ফলে শিরোপা ধরে রাখার পথে আরও একধাপ এগিয়ে গেলেন ওসাকা। গত মৌসুমে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েই টেনিস দুনিয়ায় আগমন ঘটিয়েছিলেন জাপানী তারকা। ফাইনালে সেরেনাকে হারিয়ে জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা। ট্রফি উদযাপনের সময় সেবার নিজের মুখটাকে আড়ালে রাখার চেষ্টা করেছিলেন ওসাকা। কেননা আনন্দে যে চোখে জল চলে এসেছিল তার! মূলত সেরেনার মতো কিংবদন্তির বিপক্ষে জিতেই নিজের আবেগকে ধরে রাখতে পারছিলেন না তিনি। অথচ এবার দেখা গেল ভিন্ন এক ওসাকাকে। মাত্র এক বছরের ব্যবধানেই নিজেকে বদলে ফেলেছেন এই নাম্বার ওয়ান তারকা। শনিবার নাওমি ওসাকার কাছে যখন হেরে যান কোকো গাফ। তখন কোর্টের একপাশে গিয়ে কান্না করতে থাকেন আমেরিকান তরুণী। আর এই কঠিন সময়েই গাফের পাশে গিয়ে নজির স্থাপন করলেন ওসাকা। প্রমাণ করলেন এই ওসাকা এখন আগের তুলনায় অনেক বেশি পরিপক্ব। কোকো গাফকে সান্ত¡না দিলেন তিনি। শুধু তাই নয়, কোর্টে গিয়ে সাক্ষাতকারের মাধ্যমে সমর্থকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়ার কথাও বললেন ওসাকা। তৃতীয়পর্বে গাফের বিপক্ষে ভাল খেলার কারণে সমর্থকদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন বর্তমান টেনিসের এক নম্বর খেলোয়াড়। শুধু তাই নয়, গ্যালারিতে কোকো গাফের বক্সের দিকে তাকিয়ে তার মা-বাবাকে উদ্দেশ করে ওসাকা বলেন, ‘আপনারা একজন বিস্ময়কর খেলোয়াড় গড়ে তুলেছেন।’ এবারের ইউএস ওপেনে শুরু থেকেই অঘটনের জন্ম। প্রথম রাউন্ড থেকেই যে বিদায় নেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভা। ধীরে ধীরে পেত্রা কেভিতোভা, ভেনাস উইলিয়ামস, সিমোনা হ্যালেপ এবং ক্যারোলিন ওজনিয়াকিরও পতন দেখা যায়। তবে অভিজ্ঞদের তুলনায় এবার তারুণ্যের ব্যাপক দাপট দেখা যায় এই টুর্নামেন্টে। কোকো গাফ, টেইলর টাউনসেন্ড, বিয়ান্কা আন্দ্রেস্কু, এ্যাশলে বার্টি তার উজ্জ্বল দৃষ্টান্ত। টেনিসের জন্য এটা নিঃসন্দেহে বেশ ভাল খবর। কানায়িান তারকা আন্দ্রেস্কু তো সাক্ষাতকারে বলেই দিয়েছেন, ‘এই মুহূর্তে অসংখ্য তরুণ খেলোয়াড় ভাল করছে। টেনিসের জন্য নিঃসন্দেহে এটা খুব ভাল দিক।’
×