ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হ্যাটট্রিকে রেকর্ডে অনন্য বুমরাহ

প্রকাশিত: ১০:১২, ২ সেপ্টেম্বর ২০১৯

 হ্যাটট্রিকে রেকর্ডে অনন্য বুমরাহ

স্পোর্টস রিপোর্টার ॥ বিধ্বংসী বোলিংয়ে জ্যামাইকা কাঁপালেন জাসপ্রিত বুমরাহ। হরভজন সিং ও ইরফান পাঠানের পর তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিকের অনন্য নজির গড়লেন ২৫ বছর বয়সী সেনসেশনাল এ ডানহাতি পেসার। কিংস্টনের স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয়দিনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো, সামারাহ ব্রুকস ও রোস্টন চেসকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন বুমরাহ। মজার বিষয়, যেখানে এলবিডব্লিউয়ে বোলারের দ্বিধাদ্বন্দ্ব সত্ত্বেও চেসের উইকেটটা আসে অধিনায়ক বিরাট কোহলির নেয়া রিভিউ থেকে। এ্যান্টিগায় প্রথম ম্যাচে বুমরাহ বোলিং ফিগার ছিল ৮-৪-৭-৫, পাঁচ শিকারের পথে গড়েছিলেন দেশের হয়ে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ড। জ্যামাইকায় আগুন ঝরানো দিনে তার বোলিং ৯.১-৩-১৬-৬! এর আগে হনুমা বিহারির (১১১) ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সৌজন্যে ৪১৬ রানের বড় স্কোর গড়ে সফরকারী ভারত। জবাবে বুমরাহর পেস তা-বে ৩৩ ওভারে স্কোরবোর্ডে ৮৭ রান যোগ করতে ৭ উইকেট হারিয়ে কার্যত বেসামাল ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের নবম এবং নিজের চতুর্থ ওভারের দ্বিতীয় বলে ড্যারেন ব্রাভোকে লোকেশ রাহুলের হাতে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিকের সূচনা করেন বুমরাহ। এরপর শামার ব্রুকস ও রস্টোন চেসকে ফেরান লেগ বিফোরের ফাঁদে ফেলে। চেসের উইকেটটিতে প্রথমে আঙ্গুল তোলেননি আম্পায়ার, রিভিউ নিতেও রাজি ছিলেন না বুমরাহ। অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছায় রিভিউ নেয় ভারত, আর তাতেই হয়ে যায় বুমরাহর হ্যাটট্রিক। যার ফলে হরভজন সিং (অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০১ সালে) এবং ইরফান পাঠানের (পাকিস্তানের বিপক্ষে ২০০৬ সালে) পর মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে হ্যাটট্রিকের স্বাদ পান বুমরাহ। এছাড়া জার্মেইন লওসন ও ম্যাথু হগার্ডের পর তৃতীয় বোলার হিসেবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এ কীর্তি দেখিয়েছেন তিনি। নিজের চতুর্থ ওভারেই হ্যাটট্রিক পূর্ণ করেন বুমরাহ, টেস্ট ইতিহাসে এমন উদাহরণ আর দ্বিতীয়টি নেই। রঙিন পোশাকের ওয়ানডে ও টি২০তে আলো ছড়ানোর পর গত বছর জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্ট দিয়ে সাদা পেশাকের ক্রিকেটে পা রাখেন বুমরাহ। ব্যতিক্রমধর্মী এ্যাকশন, বলের ওপর অসাধারণ নিয়ন্ত্রণ, ইনসুইং এবং বাউন্স মিলিয়ে অল্পদিনেই বিশ্বজুড়ে ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে উঠেছেন আহমেদাবাদে জন্ম নেয়া ২৫ বছর বয়সী ডানহাতি ফাস্ট বোলার। জ্যামাইকার প্রথম ইনিংসসহ ১২ টেস্টে নিয়েছেন ৬১ উইকেট। ৫ উইকেট পাঁচবার। অবাক বিষয়, এ পর্যন্ত ১২ টেস্টের সবকটিই বুমরাহ খেলেছেন বিদেশের মাটিতে। অর্থাৎ অভিষেকের পর এখন পর্যন্ত জন্মভূমি ভারতের মাটিতে কোন টেস্ট খেলা হয়নি তার। ক্রিকেট গবেষক ও লেখক এ্যান্ড্রু ফিদেল ফার্নান্ডো লিখেছেন, ‘বুমরাহ তার ১২তম ম্যাচ খেলছে, একটাও সে ঘরের মাঠে খেলেনি। এই ১২ ম্যাচের মধ্যে ওয়ান্ডারার্সে (দক্ষিণ আফ্রিকা) ভারতকে জিতিয়েছে, অস্ট্রেলিয়ায় তার বোলিং গড় মাত্র ১৭, নটিংহ্যামকে জিততে সাহায্য করেছে, যে কয় দেশে খেলেছে সবখানেই ফাইফার রয়েছে আর এবার পেয়ে গেল হ্যাটট্রিক। এ খেলায় তার মতো আর কাউকে পাওয়া সম্ভব নয়।’ ম্যাচের প্রতিপক্ষ উইন্ডিজের সাবেক পেসার ইয়ন বিশপের টুইট, ‘বুমরাহ হলো সারাজীবনে একবারই দেখা পাওয়ার মতো প্রতিভা।’ সাবেক ভরতীয় মোহাম্মদ কাইফের মন্তব্য, ‘বুমরাহ স্পেশাল। ভারত সত্যিই খুব ভাগ্যবান যে তার মতো একজন বোলার পেয়েছে। প্রতিবার সে প্রমাণ করে যে সে একজন চ্যাম্পিয়ন বোলার। সত্যি অসাধারণ। অভিনন্দন তোমাকে।’ বুমরাহ আলোতে অনেকটা ম্লান হয়ে গেছে হনুমা বিহারির (২২৫ বলে ১৬ চারে ১১১) সেঞ্চুরি। নইলে জ্যামাইকা টেস্টে তিনিই হতেন সবচেয়ে আলোচিত। ক্যারিয়ারের ষষ্ঠ টেস্টে প্রথম তিন অঙ্কের দেখা পেয়েছেন অন্ধ্র প্রদেশ থেকে উঠে আসা প্রতিভাবান এই ব্যাটসম্যান।
×