ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ফেসবুকে মানহানির অভিযোগে পঙ্কজ দেবনাথের মামলা

প্রকাশিত: ১০:০২, ২ সেপ্টেম্বর ২০১৯

 ফেসবুকে মানহানির  অভিযোগে পঙ্কজ দেবনাথের মামলা

কোর্ট রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর স্ট্যাটাস ও ছবি পোস্ট করার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। গতকাল রবিবার দায়ের করা এই মামলার আসামিরা হলেন- জনৈক লাল ভাই, মিনা ফারাহ, আলম শুভ, শিপন মাহমুদ পরদেশী ও রাজন রহমান রুমি। পঙ্কজ দেবনাথ বরিশাল-৪ আসনের বর্তমান সংসদ সদস্য। পঙ্কজ দেবনাথ ঢাকার ওই ট্রাইব্যুনালে হাজির হয়ে এ মামলা করলে বিচারক আস সামছ জগলুল হোসেন কাউন্টার টেরোরিজম ইউনিটকে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। ট্রাইব্যুনালে পঙ্কজ দেবনাথ বলেন, অন্য ছবি দিয়ে ফেক আইড খুলে স্যোশাল মিডিয়াতে খুব বাজেভাবে তা উপস্থাপন করা হচ্ছে। এতে আমি হেয় হচ্ছি। আর এতে আমি ও আমার দলের ইমেজ নষ্ট হচ্ছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। পঙ্কজ দেবনাথের পক্ষে তাপস কুমার পাল, তপো গোপাল ঘোষ ও মানোয়ার মোর্শেদ শিশির মামলার শুনানি করেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পঙ্কজ দেবনাথের নাম গোপন করে এবং কখনো কখনো নাম প্রকাশ করে বিভিন্ন ফেসবুক আইডি থেকে তার ছবি না হওয়া সত্ত্বেও মিথ্যা বর্ণনায় গত ২৬ আগস্ট প্রচার করে। তা এখনও প্রচারিত হচ্ছে এবং ইউটিউব, ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে প্রচার করায় পঙ্কজ দেবনাথের মানহানি হয়। এ বিষয়ে পঙ্কজ দেবনাথ অবগত হওয়ার সঙ্গে সঙ্গে তার পিএস মোহাম্মদ রিয়াজুল ইসলামের মাধ্যমে ধানমন্ডি থানায় গত ২৭ আগস্ট একটি জিডি করেন। তা সত্ত্বেও আসামিরা বাদীর নামে আপত্তিকর স্ট্যাটাস এবং ছবি পোস্ট করে।
×