ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অসমে নাগরিক পঞ্জি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৯:৫৯, ২ সেপ্টেম্বর ২০১৯

 অসমে নাগরিক পঞ্জি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে  বাংলাদেশ ॥ পররাষ্ট্রমন্ত্রী

জনকণ্ঠ ডেস্ক ॥ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, ভারতের অসম রাজ্যের এনআরসি (জাতীয় নাগরিক নিবন্ধন) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। রবিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি। -খবর বাংলা নিউজের। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, অসমের এনআরসি নিয়ে বাংলাদেশে কোন প্রভাব পড়বে না বলে ভারত অঙ্গীকার করেছে। এনআরসি থেকে বাদপড়া নাগরিকরা বাংলাদেশী নয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শেখ কামাল স্মৃতি প্রথম সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রী। অনুষ্ঠানে সভাপতি ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদ। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ বিলিয়ার্ডস এ্যান্ড স্নুকার ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব, টুর্নামেন্ট পরিচালক এ এ ইব্রাহীম কাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
×