ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শুধু মেয়েদের দল গঠন

প্রকাশিত: ০৯:৫৬, ২ সেপ্টেম্বর ২০১৯

 শুধু মেয়েদের দল গঠন

ভাইয়ে ভাইয়ে বিবাদ কিংবা বাড়ির দুই বউয়ের মধ্যে মনোমালিন্য নতুন কোন ঘটনা নয়। ব্রিটিশ রাজপরিবারের দুই ভাই হ্যারি আর উইলিয়ামের মধ্যেও বেশ কিছুদিন ধরে অশান্তি চলছিল। এবার তা প্রকাশ্যে। ভাইদের মধ্যে বিবাদ এবং দুই বউয়ের মন কষাকষি থেকে মুক্তি পেতে এবার রাজপরিবার থেকে বেরিয়ে এলেন হ্যারি-মেগান। লন্ডনের অন্যত্র থাকতে শুরু করেছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কল। সেই সঙ্গে তৈরি করেছেন তাদের নিজস্ব নারী বাহিনী। এমনিতে নিজেদের ফেমিনিস্ট বলতে ভালবাসেন এই যুগল। সেক্ষেত্রে তাদের ব্যক্তিগত সহকারী থেকে শুরু করে প্রকল্প ব্যবস্থাপক সবাই নারী। ২০১৫ সালে মেগান জাতিসংঘে বলেছিলেন, একই টেবিলে নারীদেরও বসার অধিকার রয়েছে। তাদের যথাযোগ্যভাবে সেই পদ গ্রহণের জন্য আমন্ত্রণের প্রয়োজন। মনে রাখবেন, মেয়েরা কিন্তু নিজেরা একাই এক শ’। হ্যারি-মেগান তাদের ব্যক্তিগত সহকারী নিয়োগ দিয়েছেন ফিয়োনা মিকেলওয়ামকে। এছাড়া তারা তৈরি করেছেন সাসেক্স রয়্যাল ফাউন্ডেশন। আছেন দুজন নারী সাংবাদিকও। কিছুদিন আগেই হ্যারি-মেগানের পরিবারে এসেছে নতুন অতিথি আর্চি। তার জন্যও খুবই অভিজ্ঞ দুজন ন্যানি রেখেছেন তারা। - দ্য সান
×