ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ১২:১২, ১ সেপ্টেম্বর ২০১৯

ক্যাম্পাস সংবাদ

মাইলস্টোন কলেজে বিতর্ক বিষয়ক কর্মশালা একটি যুক্তিবাদী সমাজ গড়ার প্রত্যয় নিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। গত ২৭ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই বিতর্ক বিষয়ক কর্মশালার আয়োজক ছিল মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাব। মাইলস্টোন কলেজের প্রশাসনিক ভবনের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সূচনা পর্বের উদ্বোধন করেন মাইলস্টোন কলেজের প্রশাসনিক ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব.)। বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন বিতার্কিকদের জন্য দিকÑনির্দেশনামূলক বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। তিন দিনব্যাপী বিতর্ক বিষয়ক এই আয়োজনে মাইলস্টোন কলেজে নবম এবং একাদশ শ্রেণীতে অধ্যয়নরত বাংলা ও ইংরেজী মাধ্যমের ৩৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় স্বনামধন্য বিতার্কিকদের পাশাপাশি মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের প্রাক্তন শ্রেষ্ঠ বিতার্কিকরা তাদের অভিজ্ঞতার আলোকে নবীন বিতার্কিকদের প্রশিক্ষণ প্রদান করেন। মাইলস্টোন কলেজ ডিবেটিং ক্লাবের মডারেটর ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাফায়েত উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিতর্ক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইস্টোন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান খান, শিক্ষা বিষয়ক পরিচালক প্রফেসর মুহাম্মদ শাহজাহান হোসেন, প্রশাসনিক পরিচালক লে. কমান্ডার এফ করিম (অব.) এবং পরিচালক মোঃ মাসুদ আলম প্রমুখ। মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মেলা আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে মালয়েশিরায় উচ্চশিক্ষা বিষয়ক মেলা। মেলা চলবে তিন দিনব্যাপী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে মেলা। মেলা অনুষ্ঠিত হবে কে আই বি কনভেনশন সেন্টার, কৃষিবিদ ইনস্টিটিউশন, ফার্মগেট। এ মেলায় অংশ নিবে মালয়েশিয়ার নামকরা ২০টির বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং স্কুল এবং তাদের প্রতিনিধি। মেলায় প্রবেশ সম্পূর্ণ ফ্রি। এ মেলায় অংশ নিতে এবং স্কলারশিপ পেতে নিচের লিংকে ক্লিক করতে পারেন নসংপষ.পড়স.নফ/ধফসরহ/বীঢ়ড়/ধফফ.ঢ়যঢ় এ মেলায় থাকবে স্কুল লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত যে কোন বিষয়ে ভর্তির নানা তথ্য। এ মেলার আয়োজক বাংলাদেশ মালয়েশিয়া স্টাডি সেন্টার লিমিটেড। যোগাযোগ: ০১৭৭৭৩৩৩৩০০, ০১৭৭৮০০৩৩৩৩। ক্যাম্পাস প্রতিবেদক
×