ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান

প্রকাশিত: ১২:০২, ১ সেপ্টেম্বর ২০১৯

ঢাকায় ক্রিকেট দলের ফিজিও জুলিয়ান

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘ ৬ মাস পর আবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার সাগরিকায় টেস্ট ক্রিকেটের নবীন সদস্য আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচটিতে নামার আগেই দক্ষিণ আফ্রিকান পূর্ণ কোচিং স্টাফকেই পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার প্রধান কোচ হিসেবে রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট ও ফিজিও হিসেবে দায়িত্ব পেয়েছেন জুলিয়ান ক্যালিফাটো। গত ২১ আগস্ট জাতীয় দলের সঙ্গে ডোমিঙ্গো ও ল্যাঙ্গাভেল্ট যোগ দিয়েছেন। তবে জুলিয়ানের নিয়োগ অনেক পরে নিশ্চিত হওয়ায় তিনি শনিবার এসেছেন ঢাকায়। এ তিনজনই দক্ষিণ আফ্রিকার। আজই জাতীয় দলের সঙ্গে চট্টগ্রাম যাবেন জুলিয়ান এবং সেখানেই শুরু হবে তার নতুন দায়িত্ব। ওয়ানডে বিশ্বকাপের পরই পুরনো কোচিং স্টাফদের অধিকাংশকেই ছেঁটে ফেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান কোচ স্টিভ রোডস, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনীল যোশী ও ফিজিও থিহান চন্দ্রমোহনকে বিদায় দেয় বিসিবি। শুধু থেকে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ রায়ান কুক ও শ্রীলঙ্কান ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। এতদিন স্থায়ী কোন ফিজিও ছাড়াই জাতীয় দলের কার্যক্রম চলেছে। বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন স্থানীয় ফিজিও বায়েজিদুল ইসলাম। এবার তার দায়িত্ব শেষ হয়ে গেল। ইংল্যান্ড বিশ্বকাপের পর শ্রীলঙ্কান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফিজিও থিহান চন্দ্রমোহনের চুক্তি নবায়ন করেনি বিসিবি। কারণ তার ইনজুরি ব্যবস্থাপনা এবং ক্রিকেটারদের শারীরিক পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে অনেক ঘাটতি নজরে পড়েছে বিসিবির। তাই এবার অনেক ভেবেচিন্তে জুলিয়ানকে নিয়োগ দেয়া হয়েছে। ২০২১ সালের নবেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে কাজ করার কথা রয়েছে তার। দক্ষিণ আফ্রিকান ফিজিও জুলিয়ান অবশ্য জাতীয় দলের ঢাকায় হওয়া অনুশীলনে থাকতে পারেননি। মাত্রই গত বুধবার তাকে বাংলাদেশ দলের নতুন ফিজিও হিসেবে নিশ্চিত করে বিসিবি। চট্টগ্রামে যাবে আজ জাতীয় দল, আর সেখানেই কাজ শুরু হবে জুলিয়ানের। ৫ সেপ্টেম্বর প্রথম টেস্টের আগে ৩/৪ দিন তিনি কাজ করার সুযোগ পাবেন আর টেস্টের সময় এবং পরে ত্রিদেশীয় টি২০ সিরিজেও সুযোগ থাকছে। জুলিয়ানসহ এখন বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফে শুধু ভিল্লাভারায়ন ও স্পিন কোচ নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরি, ছাড়া সবাই দক্ষিণ আফ্রিকান। সাকিব আল হাসানদের ব্যাটিং কোচ হিসেবে আরেক দক্ষিণ আফ্রিকান সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি আছেন। যদিও তিনি চট্টগ্রাম টেস্টের আগে দলের সঙ্গে যোগ দিচ্ছেন না। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানিয়েছেন, টি২০ সিরিজে কাজ করবেন ম্যাকেঞ্জি। তাই টেস্ট চলার সময়েই তিনি এসে যোগ দেবেন।
×