ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জ্যামাইকা টেস্টে প্রথম দিন সমানে-সমান

প্রকাশিত: ১১:৫৮, ১ সেপ্টেম্বর ২০১৯

জ্যামাইকা টেস্টে প্রথম দিন সমানে-সমান

স্পোর্টস রিপোর্টার ॥ জ্যামাইকা টেস্টের প্রথমদিনে ব্যাটে-বলে লড়াইটা হয়েছে সমানে সমান। লড়াকু দুই ফিফটিতে ভারতকে টেনেছেন অধিনায়ক বিরাট কোহলি ও ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। তবে সিরিজ নির্ধারণী ম্যাচের শুরুর দিন সবচেয়ে বেশি উজ্জ্বল ছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। প্রথমদিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ২৬৪ রান। হনুমা বিহারী ৪২ ও রিশভ পন্থ ২৭ রান নিয়ে ব্যাট করছিলেন। ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটি গড়েছেন তারা। আগারওয়াল ৫৫ এবং কোহলি ৭৬ রান করে আউট হয়েছেন। স্বাগতিকদের হয়ে অধিনায়ক হোল্ডার নিয়েছেন ৩ উইকেট। দুই টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী ভারত। প্রথম টেস্টে রান না পেলেও দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে অর্ধশত রান করেন ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। কিংস্টনের সাবাইনা পার্কের সেই ম্যাচে শুরুতে ওপেনার লোকেশ রাহুল এবং চেতেশ্বর পুজারা ফিরে গেলেও অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরেন মায়াঙ্ক। বিরাটের সঙ্গে তিনি ৬৯ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। দিনের খেলা শেষে মায়াঙ্ক বলেন, ‘দিনের শুরুতে বল নড়াচড়া করছিল। রোচ এবং হোল্ডার দরুণ জায়গায় রাখছিলও বলটাকে। ব্যাট করা সহজ ছিল না সেই সময়। পিচে আর্দ্রতাও ছিল যথেষ্ট।’ ক্যারিবিয়ান অধিনায়কের প্রশংসা করে মায়াঙ্ক আরও যোগ করেন, ‘দারুণ বল করছিল হোল্ডার। লাইন লেন্থ দারুণ ছিল। আর হোল্ডার তো খুব একটা লুজ বল দেয়ও না। শুরুর দিকে তিন-চার ওভার মেডেনও দেয়। তাই চাপ ছিল সবসময়ই।’ মায়াঙ্কের মতে, এই পিচে নবাগত রাহকিম এবং হোল্ডারদের সামলে মাত্র পাঁচ উইকেট হারিয়ে ভাল জায়গায় আছে ভারত। ছ’ফুট ছয় ইঞ্চির রাহকিম কর্নওয়াল অন্য স্পিনারদের থেকে বেশি বাউন্স পায় বলে মত মায়াঙ্কের। এর ফলে রাহকিমকে খেলা কঠিন হয়ে যাচ্ছে। রাহকিমের লাইন লেন্থেরও প্রশংসা করেন তিনি। ৯৯ বলে ৫৫ রানের ইনিংসে মাত্র পাঁচটি চার মেরেছেন মায়াঙ্ক। এর থেকেই বোঝা যায় সিঙ্গলস নিয়েই ইনিংস গড়েন তিনি। পিচে আর্দ্রতা থাকায় বল যেমন সুইং করছিল তেমনই টার্ন পাচ্ছিলেন কর্নওয়াল। যার ফলে রান তুলতে বেশ খাটতে হয় ভারতীয় ব্যাটসম্যানদের। যদিও পরের দিকে পিচ অনেকটাই সোজা হয়ে যায় বলে মনে করেন ভারতীয় ওপেনার। দিনের শেষে ক্রিজে ছিলেন আগের ম্যাচে নার্ভাস নাইনটিজে আউট হওয়া হনুমা বিহারী (৪২ নটআউট) এবং তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (২৭ নটআউট)। তবে টেস্টে গত ১০০ বছরের রেকর্ড ভেঙ্গে দিয়ে ৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতা ও ১৪০ কেজি ওজনের কর্নওয়েল এই ম্যাচে সবচেয়ে আলোচিত।
×