ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু আজ

প্রকাশিত: ১১:৫৮, ১ সেপ্টেম্বর ২০১৯

দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে শুক্রবারই এসে পড়েছে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি২০ সিরিজ খেলতে ২৬ দিনের বাংলাদেশ সফরে এসেছে। শুক্রবারই চট্টগ্রামে পৌঁছেছে আফগানরা। চট্টগ্রামেই যে ৫ সেপ্টেম্বর থেকে একমাত্র টেস্টটি শুরু হবে। এই টেস্টের আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে দুইদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে আফগানিস্তান। আজ বিসিবি একাদশের বিরুদ্ধে শুরু হবে প্রস্তুতি ম্যাচটি। এ ম্যাচটির জন্য আফগানিস্তানের টেস্ট দলই থাকছে। তবে বিসিবি একাদশে থাকছেন ১৪ ক্রিকেটার। নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, জুবায়ের হোসেন লিখনদের নিয়ে দল গড়া হয়েছে। ভারতের দেরাদুনই আফগানিস্তানের ‘হোম ভেন্যু’ হিসেবে বিবেচিত। আফগানিস্তানের হোম সিরিজ যেগুলো থাকে সেগুলো দেরাদুনেই খেলা হয়। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামার আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রস্তুতি ক্যাম্প করেছে আফগানরা। আটদিনের প্রস্তুতি ক্যাম্প ছিল। প্রস্তুতি সেরে বাংলাদেশে খেলতে এসেছে। আবুধাবিতে প্রস্তুতি নেয়ার একটিই কারণ প্রচুর গরম। বাংলাদেশের এখনকার আবহাওয়া যেহেতু গরম, সামঞ্জস্য রেখে আবুধাবিতে প্রস্তুতি নিয়েছে আফগানরা। শনিবার চট্টগ্রামের মাটিতে প্রস্তুতিও নিয়েছে আফগানিস্তান। কন্ডিশন সম্পর্কে জেনেছে। আজ শুরু হতে যাওয়া প্রস্তুতি ম্যাচটিতে নিজেদের ভাল করে চট্টগ্রামের মাটিতে ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছে। এরপর দুইদিন প্রস্তুতি নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র টেস্টটি খেলতে নামবে আফগানিস্তান। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার টেস্ট খেলবে আফগানিস্তান। এই টেস্টের দলে আমূল পরিবর্তন এনেছে আফগানরা। এর আগে ২০১৭ সালের জুনে টেস্ট মর্যাদা পাওয়ার পর এখন পর্যন্ত যে দুটি টেস্ট খেলেছে আফগানিস্তান, সেই দলে পরিবর্তন আনা হয়েছে। আফগানিস্তানের ১৫ সদস্যের টেস্ট দলে অধিনায়ক রশীদ খান ছাড়াও আসগর আফগান, হাশমতউল্লাহ শহিদী, ইহসানউল্লাহ, ইকরাম আলী খিল, জাভেদ আহমাদি, মোহাম্মদ নবী, রহমত শাহ, ইয়ামিন আহমাদজাই, শাপুর জাদরান, ইবরাহিম জাদরান, জহির খান, সৈয়দ শিরজাদ, আফসার জাজাই, কাইস আহমেদ রয়েছেন। তরুণ ক্রিকেটারদের আধিক্য রেখে দল গড়েছে আফগানিস্তান। টেস্ট দল থেকে বাদ পড়েছেন সম্প্রতি বোর্ড থেকে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। জায়গা মেলেনি তারকা স্পিনার মুজিব উর রহমানেরও। ফিরেছেন অভিজ্ঞ বাঁহাতি পেসার শাপুর জাদরান। তার পাশাপাশি জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার জহির খান, পেসার সৈয়দ শিরজাদ, উইকেটরক্ষক-ব্যাটসম্যান আফসার জাজাই এবং আফগানিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা কাইস আহমেদ ও ইবরাহিম জাদরান। বিশ্বকাপে আফগানদের নেতৃত্ব দেয়া গুলবাদিন নাইব টেস্ট স্কোয়াডে নেই। টেস্টে আফগানিস্তান নিজেদের প্রমাণ করতে চায়। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিকে তাই বিশেষ গুরুত্বের সঙ্গে নিচ্ছে আফগানরা। আবার রশীদ খান বলেছেন তিনি টেস্ট উপভোগ করতে চান। রোমাঞ্চের অপেক্ষায় আছেন। কিন্তু কতদূর কি করতে পারবে আফগানরা তা প্রস্তুতি ম্যাচেই বোঝা হয়ে যাবে। প্রস্তুতি ম্যাচে নুরুল হাসান সোহানের নেতৃত্বে খেলবে বিসিবি একাদশ। দলে সোহান ছাড়াও ফারদিন হাসান অনি, সাব্বির হোসেন, আল-আমিন জুনিয়র, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, ফজলে মাহমুদ রাব্বি, মানিক খান, সুমন খান, সালাউদ্দিন সাকিল, জুবায়েদ হোসেন লিখন, মেহেদী হাসান রানা, আসাদুল্লাহ গালিব ও ইরফান শুকুর খেলবেন। প্রস্তুতি ম্যাচটিতে আফগানরা নিজেদের ভালভাবে ঝালাই করে নেয়ার চেষ্টায় থাকবেন। তবে বাংলাদেশ দলের নজর থাকবে আফগানরা ব্যাটিং কেমন করেন। স্পিনে কতটা দুর্বল তারা। কারণ বাংলাদেশ দল টেস্টে ব্যাটিং আর স্পিন শক্তি নিয়েই খেলতে নামবে। লিখন, নাঈমরা আফগানদের এখন কতটা বিপদ আনতে পারেন সেদিকেই দৃষ্টি থাকবে। আজ শুরু হতে যাওয়া দুইদিনের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তান কেমন করে সেদিকেও বিশেষ নজর থাকবে।
×