ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাইওনিয়ার ফুটবলে বয়স যাচাইয়ে কঠোর বাফুফে

প্রকাশিত: ১১:৫৭, ১ সেপ্টেম্বর ২০১৯

পাইওনিয়ার ফুটবলে বয়স যাচাইয়ে কঠোর বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ অঙ্কুর থেকে হবে মহীরূহ। আজকের কিশোর ফুটবলার আগামীতে হবে তারকা ফুটবলার। খেলবে বড় ক্লাবে, জাতীয় দলে। ফুটবল খেলে আয় করবে ঈর্ষণীয় অঙ্কের অর্থ। ঢাকার উত্তর ও দক্ষিণ অংশের অনুর্ধ-১৫ বয়সী ফুটবলারদের এমন স্বপ্নই দেখাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে দেশের ৭টি ভেন্যুতে শুরু হবে পাইওনিয়ার অনুর্ধ-১৫ ফুটবল লীগ। ১-১৫ সেপ্টেম্বর পর্যন্ত বয়স বাছাই হবে। বাফুফে আশা করছে অন্যবারের মতো এবার বয়স নিয়ে আর কোন লুকোচুরি হবে না। যদি হয় সেক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেবে তারা। যদি কোন কারণে কোন খেলোয়াড়ের প্রতি কারও সন্দেহ জাগে তাহলে বাফুফে তার মেডিক্যাল পরীক্ষা করাবে। গত আসরে অংশ নিয়েছিল ৭২টি দল। এবার দুটি কমে অংশ নেবে ৭০ ক্লাব। পুরনো ৪৭ ক্লাবের সঙ্গে যোগ হয়েছে ২৩ নতুন ক্লাব। পাঁচটি ভেন্যু চূড়ান্ত হয়েছে। আরও দুটি ভেন্যু খোঁজা হচ্ছে। পাইওনিয়ার ফুটবল লীগের আগের আসরগুলো হয়েছিল অনুর্ধ-১৬ পর্যায়ে। এবার হবে অনুর্ধ-১৫ পর্যায়ে। এ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘আমাদের এএফসি প্রতিযোগিতায় খেলে অনুর্ধ-১৬ ফুটবলাররা। কিন্তু ঘরোয়া আসরে এই বয়সের খেলা হওয়ায় এরা সুযোগ পায়নি এএফসি কিংবা সাফে। যে কারণে এএফসিতে খেলার জন্য এবার থেকে পাইওনিয়ার লীগটি অনুর্ধ-১৫ করা হয়েছে। যাতে করে এখান থেকে যারা উঠে আসে তাদের নিয়ে অনুর্ধ-১৬ শক্তিশালী দল গঠন করা যায়।’ আগের আসরে দলগুলোর রেজিস্ট্রেশন ফি ছিল ১০০০ টাকা। আর ক্লাবগুলোর অংশগ্রহণ ফি ছিল ৮ হাজার টাকা। এবার রেজিস্ট্রিশেন ফি বাড়িয়ে করা হয়েছে ৩ হাজার টাকা। তবে পার্টিসিপেশন মানি কত তা জানা যায়নি।
×