ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনাইটেড পাওয়ারের লেনদেন কমেছে ৩৯ শতাংশ

প্রকাশিত: ১১:৪৯, ১ সেপ্টেম্বর ২০১৯

ইউনাইটেড পাওয়ারের লেনদেন কমেছে ৩৯ শতাংশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির লেনদেন কমেছে ৩৯ শতাংশ। এই পতনের পরেও কোম্পানিটি গত সপ্তাহে লেনদেনে শীর্ষ স্থান ধরে রেখেছে। গত সপ্তাহে ইউনাইটেড পাওয়ারের ২৫ লাখ ১১ হাজার ৮৭১টি শেয়ার মোট ৯৯ কোটি ৫৯ লাখ টাকায় লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে কোম্পানিটির ৪০ লাখ ৮২ হাজার ৩৮টি শেয়ার মোট ১৬৩ কোটি ৪০ লাখ টাকায় লেনদেন হয়। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৬৩ কোটি ৮১ লাখ টাকার বা ৩৯ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার শোক দিবসের দোয়া মাহফিল করেছে সিএসই চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) বঙ্গবন্ধুর শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়। বৃহস্পতিবার সিএসইর কার্যালয়ে এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিএসইর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর জেনারেল (অব) মোহাম্মদ শামিম চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন সিএসইর ট্রেকহোল্ডারবৃন্দ ও কর্মকর্তারা। -অর্থনৈতিক রিপোর্টার
×