ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাত দিনে ভিএফএসের দর কমেছে ৫২.১৪ শতাংশ

প্রকাশিত: ১১:৪৮, ১ সেপ্টেম্বর ২০১৯

সাত দিনে ভিএফএসের দর কমেছে ৫২.১৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ৭০ কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডাইংয়ের দর কমেছে ৫২.১৪ শতাংশ। গত ১৭ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ার দর ছিল ৬৩.১০ টাকা। আর গত বৃহস্পতিবার এর দর কমে দাঁড়িয়েছে ৩০.২০ টাকায়। অর্থাৎ এই সময়ে কোম্পানিটির মুনাফায় উর্ধগতি থাকলেও শেয়ার দরে পতন ছিল অবিশ্বাস্য। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। সূত্র জানায়, গতবছর ৯ সেপ্টেম্বর উভয় শেয়ারবাজারে ভিএফএস থ্রেড ডাইংয়ের লেনদেন শুরু হয়। প্রথমদিন কোম্পনিটির শেয়ার দর ৩১ টাকা থেকে ৩৯ টাকার মধ্যে লেনদেন হয়। দিনশেষে ডিএসইতে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩২.২০ টাকায়। প্রথমদিন ডিএসই এবং সিএসইতে কোম্পানিটির ১ কোটিরও বেশি শেয়ার লেনদেন হয়। সেই সময় শেয়ারবাজারে পতন অনিবার্য হয়ে দেখা দেয়ায় এর শেয়ার দরেও পতন নেমে আসে। ১০-১২ দিনের মধ্যে কোম্পানিটির শেয়ার দর ২৬ টাকার নিচে চলে যায়। তবে সেপ্টেম্বরের শেষদিকে এর শেয়ার দর বাড়তে থাকে। তারপর টানা উর্ধগতির কারণে দুই মাসের মাথায় ১২ নবেম্বর ২০১৮ তারিখে এর শেয়ার দর ৬৬ টাকায় উঠে যায়। ওইদিন এর ক্লোজিং দর দাঁড়ায় ৬৩.৫০ টাকায়। বাজার বিশ্লেষণে দেখা যায়, নবেম্বর প্রথম সপ্তাহে থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত টানা ৫ মাস কোম্পানিটির শেয়ার দর ৬০ টাকার আশে-পাশে লেনদেন হয়। কিন্তু মার্চের দ্বিতীয় সপ্তাহে থেকে হঠাৎ করে কোম্পানিটির শেয়ার দরে পতন নেমে আসে। এর মধ্যে অন্তত চার সপ্তাহ এর শেয়ার দরপতনের শীর্ষ তালিকায়ও থাকতে দেখা যায়। গত সপ্তাহেও এটি দরপতনের শীর্ষ তালিকায় ছিল। গত বৃহস্পতিবার এর শেয়ার দর ছিল ৩২.২০ টাকা। এতে দেখা যায়, গত ৬ মাসের ৭০ কার্যদিবসে কোম্পনিটির শেয়ার দর ৬৩.৫০ টাকা থেকে ৩২.২০ টাকায় নেমে যায়। অর্থাৎ এই সময়ে এর দর কমে ৫২.১৪ শতাংশ। গত এক মাসে এর দর কমেছে ১৮ টাকা বা প্রায় ৩৮ শতাংশ। অথচ এ সময়ে কোম্পানিটির ৯ মাসের আর্থিক প্রতিবেদনে উর্ধগতির মুনাফা দেখা যায়। প্রতিবেদনে দেখা যায়, বিদায়ী অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা করেছে ১.৮১ টাকা, যা আগের অর্থবছরে একই সময়ে ছিল ১.৩২ টাকা। মুনাফা বেড়েছে ২৭ শতাংশের বেশি।
×