ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তৃৃণভোজী সিংহ !

প্রকাশিত: ১১:২১, ১ সেপ্টেম্বর ২০১৯

তৃৃণভোজী সিংহ !

মাংসাশী প্রাণীদের মধ্যে প্রথমেই মনে পড়ে বাঘ কিংবা সিংহের কথা। ভারতের গুজরাট রাজ্যের গির অভয়ারণ্যের একটি ভাইরাল হওয়া ভিডিও দেখে অনেকে অবাক হয়েছেন। তাদের মনে হয়েছে, এতদিন তারা যা জানতেন তা মিথ্যা হয়ে গেল। কেননা সম্প্রতি সেখানে দেখা গেছে এক তৃণভোজী সিংহের। এই পশুরাজই এখন টক অব দ্য টাউন। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, সবুজ ঘাসের মাঝে দাঁড়িয়ে সিংহটি একবার চারিদিকে তাকিয়ে খাওয়ার দিকে মন দিয়েছে। তবে সে কোন পশু শিকার করে খাচ্ছে না বরং তার পরিবর্তে সবুজ ঘাস খেয়ে ক্ষুধা নিবারণ করছে। এ দৃশ্য খুবই বিরল তা আর নতুন করে বলার কিছুই নেই। অনেকেই ওই ঘটনা স্মার্টফোনে ক্যামেরাবন্দী করেছেন। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পরই তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিও যারা দেখেছেন তারা সবাই অবাক হয়েছেন। সবার একই কথা কিভাবে মাংসাশী প্রাণী থেকে তৃণভোজী হয়ে গেল সিংহ। অনেকে লিখেছেন, সিংহটি ডায়েট করছে। পশু বিশেষজ্ঞদের কেউ কেউ ভিডিওটি দেখে অবাক হননি। তাদের মতে, মাংসাশী বন্যপ্রাণীদের অনেক সময় পেটে সমস্যা হয়। তখন সুস্থ হতে তারা ঘাস খায়। এরপর কিছুটা বমি করার পরই তারা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন, অস্তিত্ব বজায় রাখার জন্য অনেক পশুই তাদের অভ্যাস বদলাচ্ছে। হয়ত তাই নিজের খাদ্যাভ্যাসও বদলাতে শুরু করেছে ক্যামেরাবন্দী সিংহটি। তবে গবেষণা না করে নিশ্চিতভাবে কিছুই বলতে রাজি নন পশু বিশেষজ্ঞরা। -ইন্ডিয়া টাইমস
×