ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃহত্তর ঐক্য করতে পারলে বিজয় নিশ্চিত ॥ ফখরুল

প্রকাশিত: ১১:২০, ১ সেপ্টেম্বর ২০১৯

বৃহত্তর ঐক্য করতে পারলে বিজয় নিশ্চিত ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলটি প্রতিষ্ঠা করেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচী অনুসারে আজ সকাল ১০টায় শেরেবাংলা নগরে গিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করবে দলের সর্বস্তরের নেতাকর্মীরা। এছাড়া ২ সেপ্টেম্বর রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। এ উপলক্ষে পূর্বনির্ধারিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারবিরোধী বৃহত্তর ঐক্য করতে পারলে বিজয় নিশ্চিত। দলের নেতাকর্মীদের উদ্দেশ করে ফখরুল বলেন, আমরা যদি আমাদের এই রাজনীতিকে সঠিক পথে নিতে পারি, আমরা যদি আন্দোলনের জন্য আরও বৃহত্তর ঐক্য সৃষ্টি করতে পারি, জাতীয় পার্টিসহ অন্য দেশপ্রেমিক দলগুলোকে এক করতে পারি তাহলে অবশ্যই বিজয় আমাদের আসবেই আসবে। সে জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, তা না হলে আন্দোলন করেই তাঁর মুক্তি নিশ্চিত করা হবে। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আজ থেকে ৪১ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষকে একদলীয় শাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোন বিকল্প নেই। ফখরুল বলেন, দেশ আজ দুঃশাসন কবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইনশৃঙ্খলা বাহিনীকে বেআইনী কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন-খারাবি, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে।
×