ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

৬৬ শিল্প প্রতিষ্ঠান রফতানি ট্রফি পাচ্ছে আজ

প্রকাশিত: ০৯:২১, ১ সেপ্টেম্বর ২০১৯

৬৬ শিল্প প্রতিষ্ঠান রফতানি ট্রফি পাচ্ছে আজ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরে রফতানি বাণিজ্যে অবদানের জন্য পুরস্কার পাচ্ছে ৬৬ প্রতিষ্ঠান। ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবচেয়ে বেশি রফতানি আয়ের জন্য বিশেষ স্বর্ণের ট্রফি পাচ্ছে হোম ও স্পেশালাইজড টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান জাবের এ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। তৈরি পোশাক খাতে শীর্ষে থেকে স্বর্ণপদক পাচ্ছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস। ২০১৬-১৭ অর্থবছরে রফতানি বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে ৬৬ প্রতিষ্ঠান। এর মধ্যে সবচেয়ে বেশি রফতানির জন্য বিশেষ ট্রফি পাচ্ছে হোম ও স্পেশালাইজড টে´টাইল খাতের প্রতিষ্ঠান জাবের এ্যান্ড জুবায়ের ফেব্রিক্স। এছাড়া ২৮ প্রতিষ্ঠান স্বর্ণ, ২১ প্রতিষ্ঠান রৌপ্য ও ১৬ প্রতিষ্ঠান ব্রোঞ্জের ট্রফি পাচ্ছে। তৈরি পোশাক খাতে স্বর্ণপদক পাচ্ছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস। একই গ্রুপের দ্যাটস ইট স্পোর্টসওয়্যার লিমিটেড পাচ্ছে এ খাতের রৌপ্য পদক। নিটওয়্যার খাতে স্বর্ণপদক পাচ্ছে স্কয়ার ফ্যাশনস। আর রৌপ্য পদক পাচ্ছে ফোর এইচ ফ্যাশনস। আর সব ধরনের সুতা রফতানি পুরস্কার পাচ্ছে বাদশা টেক্সটাইলস, কামাল ইয়ার্ন ও ম্যাকসন স্পিনিং। অন্যান্য খাতের মধ্যে হিমায়িত খাদ্য রফতানির জন্য স্বর্ণ পদক পাচ্ছে সি মার্ক। পাটজাত দ্রব্য খাতে পুরস্কার পাচ্ছে আকিজ জুট মিলস, জনতা জুট মিলস ও করিম জুট স্পিনার্স। কৃষিপণ্য রফতানিতে শীর্ষে আছে মনসুর জেনারেল ট্রেডিং। হস্তশিল্প খাতের পণ্য রফতানিতে শীর্ষে আছে কারুপণ্য রংপুর ও বিডি ক্রিয়েশন। সবচেয়ে বেশি হালকা প্রকৌশল পণ্য রফতানি করে স্বর্ণের ট্রফি পাচ্ছে ইউনিগোরি সাইকেল। ইলেক্ট্রিক ও ইলেক্ট্রনিক্স খাতের শীর্ষে আছে এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং। আর ওষুধ রফতানিতে শীর্ষ থেকে স্বর্ণ পাচ্ছে স্কয়ার ফার্মাসিটিক্যালস। নারী উদ্যোক্তা ও রফতানিকারকদের জন্য সংরক্ষিত খাতে স্বর্ণ পদক পাচ্ছে মুন্নু সিরামিকস। আর রৌপ্য পদক পাচ্ছে নিহাও ফুড কোম্পানি। আগামী ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
×