ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হিলারিকে নিয়ে ভিডিও আনছে নেটফ্লিক্স

প্রকাশিত: ০৯:১৫, ১ সেপ্টেম্বর ২০১৯

হিলারিকে নিয়ে ভিডিও আনছে নেটফ্লিক্স

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে হিলারি ক্লিনটনের ব্যর্থতার কাহিনী অবলম্বনে সিরিজ বানানোর ঘোষণা দিয়েছে ভিডিও স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। সাংবাদিক অ্যামি চোজিকের স্মৃতিকথামূলক বই ‘চেজিং হিলারির’ একটি অধ্যায়ের ওপর ভিত্তি করে নতুন এ সিরিজটি নির্মিত হবে বলে জানিয়েছে তারা। চোজিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক হিসেবে ২০১৬-র নির্বাচন কভার করেছিলেন। নেটফ্লিক্স জানিয়েছে, হিলারির প্রেসিডেন্ট দৌঁড়ের ওপর ভিত্তি করে বানানো এ সিরিজটির নাম হবে ‘গার্লস অন দ্য বাস’; এতে এক প্রেসিডেন্ট প্রার্থীকে ৪ নারী সাংবাদিকের অনুসরণের কাহিনী দেখানো হবে। -বিবিসি
×