ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রংপুরে পঞ্চম শ্রেণীর ছাত্রকে চলন্ত গাড়ি থেকে ফেলে হত্যা

প্রকাশিত: ১০:২১, ৩১ আগস্ট ২০১৯

  রংপুরে পঞ্চম  শ্রেণীর ছাত্রকে  চলন্ত গাড়ি থেকে ফেলে  হত্যা

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ৩০ আগস্ট ॥ রংপুরের সাতগাড়া মিস্ত্রিপাড়ায় বাবার সামনেই পঞ্চম শ্রেণীর এক ছাত্র আব্দুর রশিদকে পেটানোর পর চলন্ত গাড়ির নিচে ফেলে দিয়ে হত্যা করেছে বখাটেরা। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এই বিষয়ে ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন নিহতের বাবা শাহিদার রহমান। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার মোজাফফর নামে এক বখাটে সাতদিন আগে আব্দুর রশিদের বড় ভাই অটোচালক মোহনের কাছ থেকে ৫শ’ টাকা জোর করে কেড়ে নেয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। দু’জনের মধ্যে ঝগড়া মীমাংসার জন্য বৃহস্পতিবার রাত দশটার দিকে মোহনের পরিবারের সদস্য ও মোজাফফরের পক্ষের লোকজন বৈঠকে বসে। এক পর্যায়ে পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বড় ভাই মোহনের পক্ষে কথা বললে মোজাফফর ও তার সহযোগীরা রশিদকে বেধরক মারধর শুরু করে। এ অবস্থায় রশিদের পিতা শাহিদার রহমান ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার সামনেই ঢাকা-রংপুর মহাসড়কের টেক্সটাইল মোড়ে নিয়ে গিয়ে রশিদকে চলন্ত বাসের নিচে ফেলে দেয়। চলন্ত গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুর রশিদের মৃত্যু হয়। রংপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, এ ঘটনায় ছয়জনকে আসামি করে নিহতের বাবা শাহিদার রহমান থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
×