ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলামোটরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ১০:২০, ৩১ আগস্ট ২০১৯

 বাংলামোটরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ॥ প্রায়ই তাদের মাঝে ঝগড়া হতো। দাম্পত্য কলহের জের ধরে শুক্রবারও তারা বিবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পিটিয়ে স্ত্রীকে মেরেই ফেলেন পাষন্ড স্বামী। রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকার নিউ ইস্কাটন রোডের একটি বাসায় এমন নৃশংসতা ঘটে। হতভাগী গৃহবধূ সাবিনা আক্তার (৩০)। এ ঘটনায় সাবিনার স্বামী মাসুদ কাজীকে আটক করেছে পুলিশ। বেলা আড়াইটার দিকে নিজ বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক শাকিল জোয়ারদার জানান, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে সাবিনাকে মারধর করেন তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করান তার স্বামী। সেখানে তার মৃত্যু হলে মরদেহ বাসায় নিয়ে যায় স্বামী মাসুদ কাজী। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া হয়। স্বামীর মারধরের একপর্যায়ে স্ত্রী সাবিনার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্বামী মাসুদকে আটক করা হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘বাংলামোটরের নিউ ইস্কাটন রোডের পানির পাম্প সংলগ্ন ৬৭/বি বাসায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এই দম্পতি। নানা বিষয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এদিনও তারা ঝগড়া করতে গিয়েই এমন পরিণতি ডেকে আনেন। এদিকে হাসপাতাল মর্গে নিহতের পরিবারিক সূত্র জানায়-শুক্রবার এই দম্পতির ঝগড়ায় জড়িয়ে চিৎকার করতে থাকে। এক পর্যায়ে সাবিনাকে লাঠি দিয়ে নির্দয়ভাবে আঘাত করেন পাষ- স্বামী। এ সময় সে চিৎকার করে স্বামীর বিভিন্ন অপকর্ম ফাঁস করে দেয়ার হুমকি প্রদান করে। এতে স্বামী ক্ষুব্ধ হয়ে আরও নৃশংস কায়দায় আঘাত করতে থাকে। কিল ঘুষির পাশাপাশি লাঠি দিয়ে পেটাতে পেটাতে এক পর্যায়ে স্ত্রী মেঝেতে লুটিয়ে পড়ে। তখন তাকে পাশের বাসার লোকজন এগিয়ে এসে হাসপাতালে নিয়ে যায়। এলাকাবাসী জানিয়েছে, কি জন্য ঘাতক স্বামী প্রায়ই ঝগড়া করত তা নিয়ে সাবিনা কখনও কোন অভিযোগ করেনি। তবে সে তুচ্ছ বিষয় নিয়েও ঝগড়ায় লিপ্ত হতো। পুলিশ এ ঘটনা পরিকল্পিত নাকি মাদকাসক্তের কারণে মাসুদ এমন নৃশংসতার পরিচয় দিয়ে তা জিজ্ঞাসাবাদে জানা যাবে।
×