ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরের এক গ্রামে ডেঙ্গু আক্রান্ত প্রায় এক শ’

প্রকাশিত: ১০:১৮, ৩১ আগস্ট ২০১৯

 যশোরের এক  গ্রামে ডেঙ্গু আক্রান্ত প্রায় এক শ’

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর সদর উপজেলার বানিয়াবৌউ গ্রামে প্রায় ১০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়া এই গ্রামের ১৬ জন মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিরা সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। এই ঘটনায় গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহীম শুক্রবার সকালে বানিয়াবৌউ গ্রামে মশা নিধন কর্মসূচীর উদ্বোধন করেছেন। যশোর সদরের চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস জানান, যশোরে বানিয়াবৌউ গ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এ গ্রামে ইতোমধ্যে প্রায় ১০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে গ্রামের ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যশোর সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ ইব্রাহীম শুক্রবার সকালে ওই গ্রামে মশা নিধন কর্মসূচীর উদ্বোধন করেছেন। এ সময় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, ১ নম্বর ওয়ার্ড সদস্য মঞ্জুরে মাহবুব, ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। কর্মসূচীর উদ্বোধনের পর তিনি গণসচেতনতা উঠান বৈঠক করেন। বানিয়াবৌউ গ্রামের যুবকসমাজসহ স্থানীয় স্বেচ্ছাসেবীদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
×