ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার বাংলাদেশীর কারাদণ্ড

প্রকাশিত: ১০:০৩, ৩১ আগস্ট ২০১৯

চার বাংলাদেশীর কারাদণ্ড

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ মামলায় চার বাংলাদেশীসহ ছয়জনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। রায়ে আরও ১৩ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে কলকাতার একটি আদালত। বাংলানিউজ জানায়, শুক্রবার কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সিদ্ধার্থ কাঞ্জিলাল এ রায় ঘোষণা করেন। রায়ে মামলায় দোষী সাব্যস্ত হওয়া ১০ জনকে ৮ বছর ও ৩ জনকে ৬ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। এর আগে গত ২৮ আগস্ট ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত চার বাংলাদেশীসহ ১৯ জনকে অভিযুক্ত করেন। একইসঙ্গে চার বাংলাদেশীকে ‘বিদেশী আইনেও’ দোষী সাব্যস্ত করেছেন এনআইএ’র আদালত। ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমান জেলার খাগড়াগড়ে একটি দ্বিতল ভবনে বিস্ফোরণে দু’জন নিহত হন।
×