ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাতীয় শোক দিবস উপলক্ষে ইউজিসিতে স্মারক বক্তৃতা

প্রকাশিত: ১০:০২, ৩১ আগস্ট ২০১৯

জাতীয় শোক দিবস উপলক্ষে ইউজিসিতে স্মারক বক্তৃতা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির ওপর বৃহস্পতিবার এক স্মারক বক্তৃতার আয়োজন করে। ইউজিসি অফিসার্স এ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়ন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম স্মারক বক্তা এবং ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউজিসি সচিব ও ইউজিসি অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. এম. শাহ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম ও অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন বক্তব্য প্রদান করেন। স্মারক বক্তব্যে সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের বঙ্গবন্ধুর শিক্ষা চেতনা নিয়ে কাজ করতে হবে। কারণ, এর মধ্যে আমাদের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রা নিহিত রয়েছে। বঙ্গবন্ধু মনে করতেন বিশ্ববিদ্যালয়গুলো হলো জ্ঞান সৃষ্টির আদর্শ প্রতিষ্ঠান। জ্ঞান অর্জনে বিশ্ববিদ্যালয় যাতে অগ্রণী ভূমিকা পালন করতে পারে সেজন্য তিনি বিশ্ববিদ্যালয়কে স্বায়ত্তশাসন প্রদান করেছিলেন। তিনি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে শিক্ষক সম্প্রদায়কে সবচেয়ে বেশি সম্মান দিয়েছিলেন। -বিজ্ঞপ্তি
×