ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাশ্মীর ইস্যুতে বিক্ষোভ

বিএনপি-জামায়াত জোটের ইসলামী দলের নেতারা ফায়দা লুটতে চান

প্রকাশিত: ১০:০১, ৩১ আগস্ট ২০১৯

 বিএনপি-জামায়াত  জোটের ইসলামী  দলের নেতারা ফায়দা লুটতে চান

স্টাফ রিপোর্টার ॥ ভারতশাসিত কাশ্মীর ইস্যুতে মাঠ গরম করে ফায়দা লোটার চেষ্টায় সক্রিয় হচ্ছেন বিএনপি-জামায়াতপন্থী কিছু ইসলামী দলের নেতারা। গঠন করা হয়েছে ‘সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরাম বাংলাদেশ। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করে ফোরামের নেতারা ঘোষণা দিয়েছেন, ভারত ৩৭০ ধারা বাতিল করার পর কাশ্মীর স্বাধীন। আমরা তাদের সহায়তার জন্য প্রস্তুত। ভারত ৩৭০ ধারা বাতিল করার পর কাশ্মীর স্বাধীন বলে দাবি করে কাশ্মীর সংহতি ফোরামের আহ্বায়ক আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ভারত এই ধারা প্রয়োগ করেও প্রমাণ করেছিল কাশ্মীর স্বাধীন রাষ্ট্র। এখন কাশ্মীরের মানুষ স্বাধীনতা চায়। আমরাও তাদের সহায়তার জন্য প্রস্তুত থাকব। তবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। কাসেমী হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগর কমিটির সভাপতিও। তিনি আরও বলেন ১৯৪৮ সালের ১৩ আগস্ট জাতিসংঘের রেজ্যুলেশনে বলা আছে গণভোটের মাধ্যমে কাশ্মীরের জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করবে। এটাই প্রমাণ করে কাশ্মীর কখনও ভারতের অংশ ছিল না। এরপর ভারত তাদের সংবিধানে ৩৭০ ধারা সংযোজন করে কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করে আবারও প্রমাণ করে, সেটা তাদের অংশ ছিল না। এখন ৩৭০ ধারাই প্রমাণ করে কাশ্মীর আজাদ। কাশ্মীরের জনগণ আজাদি চায়। তারা আজাদির জন্য লড়াই করছে। তারা স্বাধীনতা চায়। আমরাও তাদের স্বাধীনতার পক্ষে একাত্মতা ঘোষণা করছি। সমাবশে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈসা শাহেদী, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মজিবুর রহমান হামিদী, কওমি কাউন্সিলের মাওলানা মুমিনুল হক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ। এদিকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারদিন ধরেই রাজধানীর বিভিন্ন এলাকায় পোস্টার ও ফেসবুকে সমাবেশের জন্য প্রচার চালায় সংগঠনগুলো। যার একটি পোস্টারে লেখা ছিল ‘কাশ্মীরে মুসলিম গণহত্যার প্রতিবাদ ও তাদের স্বায়ত্তশাসন ফিরিয়ে দেয়ার দাবিতে শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে’। এ কর্মসূচী সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মালিবাগের চৌধুরীপাড়া মাদ্রাসা ও বারিধারা মাদ্রাসায় মতবিনিময় সভায় আল্লামা নূর হোসাইন কাসেমী ও মাওলানা আব্দুর রব ইউসুফী কাশ্মীর ইস্যুতে বিক্ষোভ সমাবেশ সফল করার আহ্বান জানান। নেতারা কাশ্মীরের মুসলমানদের সাংবিধানিক মর্যাদা পুনরুদ্ধারে বিশ্ব মুসলিমকে এগিয়ে আসার আহ্বান জানান। বিক্ষোভ সমাবেশে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন। ইসলামী ঐক্য আন্দোলন, বাংলাদেশ জনসেবা আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টি, কল্যাণ পার্টিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। কাশ্মীরের মুসলমানদের ওপর গণহত্যা বন্ধ ও তাদের স্বায়ত্তশাসন পুনর্বহালের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবারও সারাদেশের বিভিন্ন শাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ভারত সরকার কাশ্মীরী মুসলমানদের ওপর নির্মম নির্যাতন চালাচ্ছে আর বলছে কাশ্মীর ইস্যু তাদের অভ্যন্তরীণ বিষয়। এ বলে বিশ্বের অন্যান্য রাষ্ট্রকে চুপ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
×