ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের স্মরণসভা

প্রকাশিত: ০৯:৫৬, ৩১ আগস্ট ২০১৯

  সমকাল সম্পাদক  গোলাম সারওয়ারের স্মরণসভা

স্টাফ রিপোর্টার ॥ এ দেশের সাংবাদিকতায় সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার উজ্জ্বল আলো ছড়িয়ে গেছেন গোলাম সারওয়ার। সেই আলোর রেখায় পথ চললে এ দেশের সাংবাদিকতা যে কোন প্রতিকূল পরিবেশ অতিক্রম পেশাগত উৎকর্ষতায় সমৃদ্ধ হবে। বাংলাদেশের সাংবাদিকতায় তিনি ছিলেন বাতিঘর। সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম সারওয়ারের প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় বিশিষ্টজনরা এসব কথা বলেন। শুক্রবার বিকেলে তেজগাঁওয়ের টাইমস মিডিয়া ভবনের প্রধান মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক, প্রখ্যাত শিক্ষাবিদ জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ, সাংবাদিকসহ বিশিষ্টজনরা। স্বাগত বক্তব্য রাখেন, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। সমকালের ফিচার সম্পাদক মাহবুব আজীজের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আকদুর রব, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আপীল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সমকাল প্রকাশক ও এফবিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিশিষ্ট অর্থনীতিবিদ ড.কাজী খলীকুজ্জামান আহম্মদ, সিনিয়র সাংবাদিক আবেদ খান, হাসান শাহরিয়ার, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান, নাট্যজন মামুনুর রশীদ, আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, কবি কামাল চৌধুরী প্রমুখ । সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, গোলাম সারওয়ারের মতো একজন ছাত্র পেয়ে তিনি শিক্ষক হিসেবে গর্বিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক ষাটের দশকের স্মৃতিচারণ করে বলেন, ১৯৬৩ সালে বাংলা বিভাগ বাংলা ভাষা, সাহিত্যের হাজার বছরের উৎসব পালন করে। সে সময়ে যে ক’জন ছাত্র এতে অগ্রণী ভূমিকা পালন করে, তাদের অন্যতম গোলাম সারওয়ার। সারওয়ার নেই তা মনে হয় না। সে ছিল, আছে, থাকবে। কারণ, গোলাম সারওয়ার একজন মানুষ। মোহাম্মদ নাসিম বলেন, গোলাম সারওয়ার যত বড় মানের সাংবাদিক ছিলেন, তার চেয়েও বড় মাপের মানুষ ছিলেন। তিনি আজীবন লড়াকু ছিলেন। মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে ছিলেন। মওদুদ আহমেদ বলেন, গোলাম সারওয়ারের মধ্যে যে সততা, দেখেছি, দৃঢ়তা দেখেছি তা ভোলার নয়। আগরতলা ষড়যন্ত্র মামলায় তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে রিপোর্ট করেছেন। তিনি উঁচু মাপের একজন মানুষ ছিলেন। তার দেখানো পথে দেশের সাংবাদিকতা আগামীতে প্রতিটি ক্রান্তিকাল পেরিয়ে সমর্যাদায় প্রতিষ্ঠিত হবে।
×