ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গান কবিতায় জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ০৯:৫৪, ৩১ আগস্ট ২০১৯

গান কবিতায় জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি

স্টাফ রিপোর্টার ॥ সুরের আশ্রয়ে শ্রদ্ধা জানানো হলো জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। কবিতার শিল্পিত উচ্চারণে বঙ্গবন্ধুর প্রতি নিবেদিত হলো ভালবাসা। শুক্রবার ছুটির দিনের সন্ধ্যায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উপস্থাপিত হয় স্বাধীনতার মহান স্থপতিকে উৎসর্গ করা গান-কবিতার এ যুগলবন্দী পরিবেশনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোকের মাসে এ অনুষ্ঠানের আয়োজন করে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র্র (আইজিসিসি)। ‘এ ট্রিবিউট টু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থ্রু পোয়েমস এ্যান্ড সংস’ শীর্ষক আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী। কবিতা আবৃত্তি করেন প্রখ্যাত আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী। এছাড়াও গান শোনান আরেক জনপ্রিয় শিল্পী অণিমা মুক্তি গোমেজ। কবিতা পাঠ করেন কামরুল ইসলাম। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ। কবিতা উৎসব ‘পোয়েট্রি ফর পিস’ ॥ কবিতা মানুষের মনের কথা বলে, মানবতার কথা বলে। কবিতা বলে শান্তির কথা। কবিতার আশ্রয়ে মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দিতে পৃথিবীর বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কবিতা উৎসব। কথক এবং ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অব পোয়েট্রি-এর আয়োজনে শুক্রবার বিকেলে রাজধানীরর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘পোয়েট্রি ফর পিস’ শীর্ষক আন্তর্জাতিক কবিতা উৎসব। অনুষ্ঠানে বাংলাদেশের ৩৫ স্বনামধন্য কবিগণ এই কবিতা সন্ধ্যায় কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে মেক্সিকোর দুইজন শীর্ষস্থানীয় কবি ডাঃ ইউরি যামব্রানো ও ডাঃ মায়রা শাভেজ অংশগ্রহণ করেন। বিশ্বের বিভিন্ন দেশের কাব্য চর্চা ও সামাজিক সাংস্কৃতিক উন্নয়ন এবং মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করার প্রত্যয়ে এই বিশেষ কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। শুদ্ধ কবিতা আমাদের মানবিক উৎকর্ষ সাধন করে। সর্বত্র সৌম্য ও শান্তির বারতা নিয়ে সৌহার্দ্য স্থাপন করতে পারে। অনুষ্ঠানের কবিগণ তাদের অসাধারণ কবিতা আবৃত্তি করে দর্শকদের মোহিত করেন। প্রখ্যাত কবি নুরুল হুদা, কবি জাহিদুল হক, কবি নাজমা চৌধুরী, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি সাকিব লোহানী, কবি তারিক সুজাত, কবি আমিনুর রহমানসহ নবীন-প্রবীণ অনেক কবি ও বিশিষ্ট সাহিত্যিকগণ ‘পোয়েট্রি ফর পিস’ শীর্ষক আন্তর্জাতিক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
×