ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে হারালে সেটা কোন অলৌকিক ঘটনা হবে না : জেমি ডে

প্রকাশিত: ০৯:৫১, ৩০ আগস্ট ২০১৯

আফগানিস্তানকে হারালে সেটা কোন অলৌকিক ঘটনা হবে না : জেমি ডে

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা কাতার বিশ্বকাপ বাছাই ২০২২ এর দ্বিতীয় পর্বে আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে তাজিকিস্তানে। এই লক্ষ্যে আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টায় ঢাকা ছাড়বে টিম বাংলাদেশ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে আসন্ন ম্যাচে নিজেদের লক্ষ্য সম্পর্কে কথা বলেন দলের কোচ জেমি ডে ও অন্যতম ফুটবলার রবিউল হাসান। আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ হলেও তাদের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব বা কোন অলৌকিক ঘটনা হবে না বলেই জানালেন কোচ জেমি ডে। ধারণা করা হচ্ছিলো হয়তো শুক্রবারই চুড়ান্ত দল ঘোষণা করবেন জেমি ডে। কিন্তু জানালেন ঢাকা ছাড়ার আগে শেষ মূহুর্ত পর্যন্ত দেখে তারপরই চুড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। এএফসি কাপ খেলে শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফেরার কথা আকাশী-নীলদের। তাদের সাত ফুটবলার আছে জাতীয় দলে। ক্যাম্পে যোগ দিলে দেখে শুনে আজ বিকেলে টিম ঘোষণা করতে পারেন বলে জানান জেমি। নিঃসন্দেহে আফগানিস্তান কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের। তাদের বিপক্ষে জয় এর আশা করাটা কতটা যুক্তিযুক্ত? ঐ ম্যাচে যদি বাংলাদেশ জয় পায় তাহলে কি সেটি কোন অলৌকিক ঘটনা হবে? জেমির উত্তর, ‘ফুটবল এমন একটা খেলা যেখানে যে কোন কিছুই ঘটতে পারে। তারা ১১ জন খেলবে আমরাও। প্রতিটি কোচেরই একটা পরিকল্পনা থাকে। সে অনুযায়ী দলের ফুটবলাররা মাঠে খেলতে পারলে সাফল্য আসবেই। সেটি আমাদের ক্ষেত্রে হতে পারে, তাদের ক্ষেত্রেও হতে পারে। আমাদের দল প্রস্তুত,সবাই ফিট আছে। আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে আমরা আত্মবিশ্বাসী। যদি আমরা ম্যাচটা জিততে পারি সেটি কোন অলৌকিক ঘটনা হবে না।’ ফিফা র্যাংকিং এবং শারীরিক গঠণের দিক দিয়ে বাংলাদেশ থেকে এগিয়ে আফগানিস্তান। তাদের বিপক্ষে জেমির আত্মবিশ্বাসের জায়গাটা কোথায়? ইংলিশ এই কোচ বলেন, ‘আমরা প্রতিদিন ট্রেনিং করছি। বিকেলে জিম করছি। দল ফিট অবস্থায় আছে। আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা সেটাই।’ আগামী ১ সেপ্টেম্বর তাজিকিস্তান যাবে বাংলাদেশ দল। সেখানে গিয়ে প্রায় ৯ দিনের ট্রেনিং ক্যাম্প করবে লাল-সবুজরা। স্থানীয় ক্লাব এফসি ককটোস এর বিপক্ষে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় হিসর স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরপর ৫ সেপ্টেম্বর একই স্টেডিয়ামে সিএসকা পামীরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে ১০ সেপ্টেম্বর মূল ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের পূর্বে মাত্র দু’টি প্রস্তুতি ম্যাচ আর ম্যাচের প্রতিপক্ষ নিয়ে কতটা খুশি আপনি? জেমি বলেন, ‘দুটি প্রস্তুতি ম্যাচ এবং ক্যাম্প এর জন্য যতটা সময় পাওয়া যাচ্ছে সেটা যথেষ্ট। প্রস্তুতি ম্যাচে আমরা যাদের পেয়েছি তারা অবশ্যই ভালো প্রতিপক্ষ।’ তাজিকিস্তানে মূল ম্যাচ হবে টার্ফে। অথচ ক্যাম্প শুরু হবার পর থেকে ঘাসের মাঠেই অনুশীলন করছে বাংলাদেশ দল। তাছাড়া টার্ফে খেলে অভ্যস্তও না জাতীয় দলের ফুটবলাররা। তাতে করে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কোন সমস্যায় পড়তে হবে কিনা জানতে চাইলে জেমি বলেছেন, ‘আমরা যেমন ঘাসের মাঠে খেলে অভ্যস্ত। আমাদের প্রতিপক্ষ আফগানিস্তানের বেশিরভাগ ফুটবলাররাও কিন্তু ইউরোপীয়ান লিগে ঘাসের মাঠেই খেলে থাকেন। তাই যদি সমস্যা হয় সেটা দু’দলের জন্যই সমান হবার কথা। তা ছাড়া আমরা সেখানে টার্ফে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবো। আশা করি কোন সমস্যা হবে না।’ দলের অন্যতম ফুটবলার রবিউল হাসান। যার এক গোলেই লাওসের বিপক্ষে (১-০) গোলের জয় পেয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে এক পা দিয়েছিলো বাংলাদেশ। বেঁচে গিয়েছিলো দেশের ফুটবল। শুক্রবার বিকেলে দলের সবাই জিম সেশনে ব্যস্ত থাকায় সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে কথা বলেন রবিউল। জানালেন দলের বর্তমান অবস্থা নিয়ে কোচের মতো খেলোয়াড়রাও আত্মবিশ্বাসী। এ প্রসঙ্গে এই মিডফিল্ডার বলেন,‘আমরা গত ক’দিনে অনেক ভালো ট্রেনিং করেছি। তাজিকিস্তানে আমরা ভ্রমণ বা আনন্দ ফুর্তি করতে যাচ্ছি না। এটা দলের সবারই জানা। দলের বর্তমান অবস্থা দেখে অন্যদের সঙ্গে আমিও আত্মবিশ্বাস পাচ্ছি। তাজিকিস্তান গিয়ে আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করতে চাই। আল্লাহ হয়তো আমাদের জন্য ভালো কিছুই রেখেছেন।’ প্রতিপক্ষ সম্পর্কে কোচ জেমি ডে ট্রেনিংয়ে কি কি ধারণা দিয়েছেন? রবিউলের উত্তর, ‘এখন পর্যন্ত আফগানিস্তান কোন টেকনিক, কি ফরমেশনে খেলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে তারা কি ট্যাকটিকসে খেলবে এসব কোচ বলেননি। মূলত এসব বিষয় নিয়ে দেশের বাইরে গিয়েই আলোচনা হবে। ট্রেনিংয়ে সেট পিস থেকে নিয়ে ফুটবলে যা যা প্রয়োজন সব বিষয় নিয়েই কাজ করেছেন কোচ। জিম সেশনেও দরকারী সব কাজ হয়েছে।’
×