ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

অবশেষে সিলেটের স্কুলছাত্র হাসান হত্যা রহস্য উদ্ঘাটন

প্রকাশিত: ০৯:৪৫, ৩১ আগস্ট ২০১৯

 অবশেষে সিলেটের  স্কুলছাত্র হাসান  হত্যা রহস্য উদ্ঘাটন

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে প্রায় এক বছর পর সিলেটের বড়লেখায় বহুল আলোচিত স্কুলছাত্র আব্দুল্লাহ হাসান হত্যার রহস্য উদ্ঘাটন করার কথা জানাল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। তদন্তকারী সংস্থাটির প্রধান ডিআইজি বনজ কুমার মজুদমদার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে স্কুল ছাত্র হত্যা রহস্য উদঘাটনের আদ্যোপান্ত তুলে ধরেছেন। পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জনকণ্ঠকে জানান, ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর খেলতে গিয়ে নিখোঁজ হয় হাসান। চার দিন পর ২২ সেপ্টেম্বর বড়লেখার মোহাম্মদপুর গ্রামের আরব আলীর টিলার ঢালে মাথা ও ডান হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় আব্দুল্লাহ হাসান নামের ওই কিশোরের লাশ। হাসান সিলেটের মনির আহমেদ একাডেমিতে নবম শ্রেণীর ছাত্র ছিল। হাসানের পিতা সৌদি আরব প্রবাসী। হাসানের নৃশংস হত্যাকান্ডের কূলকিনারা পাচ্ছিল না তদন্তকারী সংস্থা পিবিআই। শেষ পর্যন্ত হাসানদের গাড়ি চালক এরশাদের বেশভুষায় পরিবর্তন এবং হঠাৎ করেই ধর্মের প্রতি ভক্তির কারণ অনুসন্ধান করতে গিয়েই হত্যা রহস্যের জট খুলে।
×