ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দুর্বার আন্দোলনে খালেদাকে মুক্ত করা হবে ॥ আলাল

প্রকাশিত: ০৯:৪৫, ৩১ আগস্ট ২০১৯

 দুর্বার আন্দোলনে খালেদাকে মুক্ত করা হবে ॥ আলাল

স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি না দিলে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে বলে জানিয়েছেন দলের যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আলাল বলেন, খালেদা জিয়ার জীবনের রাজনৈতিক উত্থান সম্পর্কে দেশের প্রতিটা মানুষই জানেন। আজকে দুইবছর ধরে এমনভাবে তাকে আটকে রাখা হয়েছে যেখানে বিচার ব্যবস্থাকে ব্যর্থ করে দেয়া হয়েছে। জামিনযোগ্য মামলায় তাকে জামিনও দেয়া হচ্ছে না। আলাল বলেন, এ সরকার তাদের অপকর্মের মাধ্যমে দুর্গন্ধ ছড়িয়ে ফেলেছে। তারা এখন যতই আতর মাখুক না কেন তাদের সকল দুষ্কর্মে সারাদেশে এমন দুর্গন্ধ ছড়িয়েছে তা বন্ধ করা সম্ভব নয়। এ পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্ব আজ বড় বেশি প্রয়োজন। তাই তার মুক্তির দাবিতে আমরা মানববন্ধন থেকে শুরু করে ধীরে ধীরে বেগবান আন্দোলনের পথে অগ্রসর হবো। আলাল বলেন, সরকার বলে তারা নাকি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দিয়েছে। কিন্তু আমি একটি তথ্য দেই, যে তথ্যটি বিদ্যুত ও জ্বালানি মন্ত্রণালয় দিয়েছে। দেশে বর্তমানে দিন এবং রাত মিলে মোট বিদ্যুতের চাহিদা হচ্ছে ৮ হাজার ৫০০ মেগাওয়াট থেকে ১২ হাজার মেগাওয়াট। অথচ বর্তমানে যে বিদ্যুতকেন্দ্রগুলো রয়েছে সেখানে বিদ্যুত উৎপাদনের ক্ষমতা হচ্ছে ১৮ হাজার ৯৬১ মেগাওয়াট। অর্থাৎ প্রায় ৭ হাজার মেগাওয়াট বিদ্যুত উদ্বৃত্ত থাকে। আমার প্রশ্ন হচ্ছে তারপরও ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কেন লোডশেডিং হচ্ছে? গ্রামগুলোতে কেন ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুত থাকে না?
×