ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশিত: ০৯:৪৪, ৩১ আগস্ট ২০১৯

বাঁশখালীতে র‌্যাবের  সঙ্গে বন্দুকযুদ্ধে  ডাকাত নিহত

নিজস্ব সংবাদদাতা বাঁশখালী, ৩০ আগস্ট ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউপির পূর্ব চাম্বল পাহাড়ের পাদদেশে ফের ডাকাত দলের সঙ্গে র‌্যাব-৭ একটি টহলদলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে সংঘটিত বন্দুকযুদ্ধে মোঃ ইরান (৩২) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত ওই এলাকার সিরাজ ফকিরের ছেলে। এ সময় ডাকাদলের আস্তানা হতে একটি বিদেশী পিস্তল, দেশীয় তৈরি ১২টি এলজি ও বন্দুকসহ ডাকাতির বিভিন্ন সারঞ্জাম উদ্ধার করে র‌্যাব-৭ এর অভিযানকারী দল। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আনন্দ পরিলক্ষিত হয়েছে। এদিকে শুক্রবার দুপুরে বাঁশখালী থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্থানীয় ও র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার চাম্বল ইউপির পূর্ব চাম্বল ছড়ার কূল পাহাড়ী এলাকায় দুর্ধর্ষ ডাকাত ইরান অবস্থান করছে এমন সংবাদ পায় র‌্যাব-৭ এর অভিযানকারী দল। সেই তথ্য মতে ওই এলাকায় অভিযানে গেলে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে ডাকাত দলটি। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। ৩০ মিনিট পর্যন্ত চলা গোলাগুলির পর ডাকাত দল পিছু হটলেও ঘটনাস্থল হতে মোঃ ইরানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে তারা। তাছাড়া ডাকাত দলের ব্যবহৃত বিদেশীয় পিস্তলসহ ১১টি দেশীয় এলজি ও বন্দুকসহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে মাদক কারবারি নিহত নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা থেকে জানান, দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলা গ্রামে পুলিশ ও মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে রোকন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাতে ওই গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে এই গোলাগুলির ঘটনাটি ঘটে। পুলিশের দাবি, নিহত রোকন মাদক কারবারি ও ডাকাত। সে দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুরের আবু বক্কর সিদ্দিকির ছেলে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় অগ্নেয়াস্ত্র, দুটি কার্তুজ, এক বস্তা নিষিদ্ধ ফেনসিডিল ও দুটি রাম দা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
×