ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তান দল চট্টগ্রামে

প্রকাশিত: ০৯:৩৪, ৩১ আগস্ট ২০১৯

 আফগানিস্তান দল চট্টগ্রামে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে শুক্রবার বাংলাদেশে এসেছে আফগানিস্তান টেস্ট ক্রিকেট দল। লেগস্পিনার রশীদ খানের নেতৃত্বে ১৫ সদস্যের টেস্ট দলটি সকালে ঢাকায় পৌঁছেই সরাসরি আরেকটি ফ্লাইটে চট্টগ্রাম চলে যায়। আগামী ৫ সেপ্টেম্বর সেখানেই বাংলাদেশ দলের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে তারা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এর আগে এমএ আজিজ স্টেডিয়ামে ১-২ সেপ্টেম্বর ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। তার আগে আজ তারা অনুশীলন করার সুযোগ পাবে। একমাত্র টেস্টের পর ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ত্রিদেশীয় টি২০ সিরিজেও অংশ নেবে আফগানরা। তার আগেই টি২০ দলের বাকি সদস্যরা বাংলাদেশে আসবেন। সব ফরমেটেই এবার অধিনায়ক করা হয়েছে ২০ বছর বয়সী তারকা লেগস্পিনার রশীদকে। তার নেতৃত্বে প্রথমবার টেস্ট খেলতে নামবে তারা। একেবারেই নবীন টেস্ট দলটি মাত্র দুই ম্যাচ খেলেছে। আর রশীদের নেতৃত্বে এবার যে দলটি বাংলাদেশে এসেছে সেই দলে একেবারেই নতুন মুখ ওপেনার ইব্রাহিম জাদরান, লেগস্পিনার কাইস আহমেদ, চায়নাম্যান জহির খান, ওয়ানডে ও টি২০ ক্রিকেটে অভিজ্ঞ পেসার শাপুর জাদরান ও মিডিয়াম পেসার আহমাদ শিরজাদ। এরা কেউ টেস্ট খেলেননি। আর জহির একটি ওয়ানডে খেললেও কাইস ও ইব্রাহিম কোন আন্তর্জাতিক ম্যাচই খেলেননি। এর মধ্যে ইব্রাহিম ও কাইস কিছুদিন আগেই বাংলাদেশ সফরে এসেছিলেন আফগানিস্তান ‘এ’ দলের হয়ে খেলতে। সেই সফরে ব্যাট হাতে স্বাগতিকদের ভুগিয়েছেন মাত্র ১৭ বছর বয়সী ডানহাতি ওপেনার ইব্রাহিম। তিনটি বড় অর্ধশতক ও একটি সেঞ্চুরি হাঁকান। আর ১৯ বছর বয়সী লেগস্পিনার কাইস দুটি চারদিনের ম্যাচের ৩ ইনিংসে নিয়েছিলেন ১৩ উইকেট। এর মধ্যে খুলনায় হওয়া ম্যাচের এক ইনিংসে ৭ উইকেট তুলে নেন। বাংলাদেশের মাটিতে টেস্ট ম্যাচ স্পিনবান্ধব উইকেটেই হওয়ার সম্ভাবনা বেশি। সেটি না হলেও তৃতীয় দিনের পর থেকেই সাগরিকার উইকেট নিশ্চিতভাবে স্পিনারদের হয়ে কথা বলবে। সে জন্যই রশীদ ও অভিজ্ঞ অফস্পিনার মোহাম্মদ নবী থাকার পরও জহির, কাইসদের নিয়ে দল গড়েছে আফগানরা। তাদের একটি রিহার্সেল হবে বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনের প্রস্তুতি ম্যাচে। এই প্রস্তুতি ম্যাচ খেলার পরই ৫ সেপ্টেম্বর টেস্ট খেলার জন্য একাদশ গড়ার ধারণা পেয়ে যাবে আফগানরা। টেস্ট দলে আছেন সাবেক অধিনায়ক (২ টেস্টেও নেতৃত্ব দিয়েছেন) আসগর আফগান, রহমত শাহ, ইহসানুল্লাহ, দুই টেস্টের একটিতে করে খেলা দুই উইকেটরক্ষক আফসার জাজাই, ইকরাম আলী খিল, জাভেদ আহমাদি, ইয়ামিন আহমাদজাই ও হাশমতুল্লাহ শহিদীরা। এই দলটির বেশ কয়েকজন টেস্ট খেলে দেশে ফিরে যাবেন।
×