ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী জেমি ডে

প্রকাশিত: ০৯:৩৩, ৩১ আগস্ট ২০১৯

 আফগানিস্তানকে হারাতে আত্মবিশ্বাসী জেমি ডে

জাহিদুল আলম জয় ॥ ‘ফুটবল এমন একটা খেলা যেখানে সবকিছুই ঘটতে পারে। তারা (আফগানিস্তান) ১১ জন খেলবে, আমরাও। প্রতিটি কোচেরই একটা পরিকল্পনা থাকে। সে অনুযায়ী দলের ফুটবলাররা মাঠে খেলতে পারলে সাফল্য আসবেই। যা আমাদের ক্ষেত্রে হতে পারে; তাদের ক্ষেত্রেও। আমাদের দল প্রস্তুত, সবাই ফিট আছে। আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেতে আমরা আত্মবিশ্বাসী। যদি ম্যাচটা জিততে পারি সেটি অলৌকিক কিছু হবে না’। কথাগুলো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে’র। শক্তিশালী আফগানিস্তানের বিরুদ্ধে ২০২২ ফিফা কাতার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে শুক্রবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথাগুলো বলেন ব্রিটিশ কোচ। বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয়পর্বে আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিরাপত্তার কারণে ম্যাচটি অনুষ্ঠিত হবে তাজিকিস্তানে। ম্যাচটি খেলতে রবিবার দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। ধারণা করা হচ্ছিল, গতকাল সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হবে। কিন্তু সেটা হয়নি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, আজ ঘোষণা করা হবে চূড়ান্ত দল। এএফসি কাপ খেলে শুক্রবার মধ্যরাতে ঢাকায় ফেরার কথা ঢাকা আবাহনীর ফুটবলারদের। আকাশি-নীলদের সাত ফুটবলার আছে জাতীয় দলে। দেশে ফেরার পর ক্যাম্পে যোগ দিলে তাদের দেখে আজ বিকেলে টিম ঘোষণা করবেন কোচ জেমি। ফিফা র‌্যাঙ্কিং ও শারীরিক গঠনের দিক দিয়ে বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে আফগানিস্তান। তবু আফগানদের বিরুদ্ধে ভাল করতে আশাবাদী কোচ জেমি ডে। তার আত্মবিশ্বাসের জায়গাটা কোথায়? এ প্রসঙ্গ ইংলিশ এই কোচ বলেন, ‘আমরা প্রতিদিন ট্রেনিং করছি। বিকেলে জিম করছি। দল ফিট অবস্থায় আছে। আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা সেটাই।’ তাজিকিস্তান যেয়ে ৯ দিনের ট্রেনিং ক্যাম্প করবে লাল-সবুজরা। স্থানীয় ক্লাব এফসি ককটোস-এর বিপক্ষে ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় হিসর স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। এরপর ৫ সেপ্টেম্বর একই স্টেডিয়ামে সিএসকা পামীরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ১০ সেপ্টেম্বর মূল ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের পূর্বে মাত্র দু’টি প্রস্তুতি ম্যাচ আর ম্যাচের প্রতিপক্ষ নিয়ে জেমি বলেন, দু’টি প্রস্তুতি ম্যাচ এবং ক্যাম্প-এর জন্য যতটা সময় পাওয়া যাচ্ছে সেটা যথেষ্ট। প্রস্তুতি ম্যাচে আমরা যাদের পেয়েছি তারা অবশ্যই ভাল প্রতিপক্ষ। তাজিকিস্তানে মূল ম্যাচ হবে টার্ফে। অথচ ক্যাম্প শুরু হওয়ার পর থেকে ঘাসের মাঠেই অনুশীলন করছে বাংলাদেশ দল। তাছাড়া টার্ফে খেলে অভ্যস্তও না জাতীয় দলের ফুটবলাররা। তাতে করে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কোন সমস্যায় পড়তে হবে কিনা জানতে চাইলে জেমি বলেন, ‘আমরা যেমন ঘাসের মাঠে খেলে অভ্যস্ত। আমাদের প্রতিপক্ষ আফগানিস্তানের বেশিরভাগ ফুটবলারও কিন্তু ইউরোপিয়ান লীগে ঘাসের মাঠেই খেলে থাকেন। তাই যদি সমস্যা হয় সেটা দু’দলের জন্যই সমান হওয়ার কথা। তাছাড়া আমরা সেখানে টার্ফে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলব। আশাকরি কোন সমস্যা হবে না।’ দলের অন্যতম ফুটবলার রবিউল হাসান। তার এক গোলেই লাওসের বিপক্ষে (১-০) জয় পেয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে এক পা দিয়েছিল বাংলাদেশ। কোচের মতো আফগানদের বিরুদ্ধে ভাল করতে আত্মবিশ্বাসী রবিউলও। সংবাদ সম্মেলনে এই মিডফিল্ডার বলেন, ‘আমরা গত ক’দিনে ভাল ট্রেনিং করেছি। তাজিকিস্তানে আমরা ভ্রমণ বা আনন্দ ফুর্তি করতে যাচ্ছি না। এটা দলের সবারই জানা। দলের বর্তমান অবস্থা দেখে অন্যদের সঙ্গে আমিও আত্মবিশ্বাস পাচ্ছি। তাজিকিস্তান গিয়ে আফগানিস্তানের বিপক্ষে ভাল কিছু করতে চাই। আল্লাহ হয়তো আমাদের জন্য ভাল কিছুই রেখেছেন।’ রবিউল আরও বলেন, ‘এখন পর্যন্ত আফগানিস্তান কোন্ টেকনিক, কি ফরমেশনে খেলে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে তারা কি ট্যাকটিসে খেলবে এসব কোচ বলেননি। মূলত এসব বিষয় নিয়ে দেশের বাইরে গিয়েই আলোচনা হবে।’
×