ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের মিশন শুরু আজ

প্রকাশিত: ০৯:৩২, ৩১ আগস্ট ২০১৯

 বাংলাদেশের মিশন শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপের বাছাইপর্বে গত আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবার কি তা হওয়া সম্ভব? সেই প্রশ্নের উত্তর ৭ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ শেষে মিলবে। তবে আজ থেকে নারী টি২০ বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে। প্রথমদিনেই বাংলাদেশ খেলতে নামবে। বাছাইপর্বের মিশন শুরু করবে। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে স্কটল্যান্ডের ফোর্টহিলে ম্যাচ দিয়ে ফাইনালে ওঠার মিশন শুরু হবে বাংলাদেশের। গতবার বাছাইপর্বের আগে প্রচুর টি২০ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। যার ইতিবাচক প্রভাব বাছাইপর্বেও মিলেছিল। এবার বাছাইপর্বের আগে এ বছর জাতীয় দল কোন টি২০ আন্তর্জাতিক ম্যাচই খেলেনি। তবে বাছাইপর্ব শুরু হওয়ার আগে চারটি প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে। সবকটিতে জিতেছেও বাংলাদেশ। হল্যান্ডে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্পও হয়েছে। সেখানে হল্যান্ড ও থাইল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত প্রস্তুতি সেরেই বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ম্যাচ দিয়ে বাংলাদেশের টি২০ বিশ্বকাপে ওঠার মিশন শুরু হবে। পরের দিন ১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ থাকবে যুক্তরাষ্ট্র। আর ৩ সেপ্টেম্বর স্বাগতিক স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপপর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাছাইপর্ব হবে স্কটল্যান্ডে। ৩১ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে বাছাইপর্ব মাঠে গড়াবে। তবে আগামী বছর ২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ হবে। এ বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে বাছাইপর্বের ফাইনালে খেলতে হবে। যে দলগুলো আছে, তাতে বাংলাদেশ দলই শক্তিশালী। ফাইনালে ওঠার মতো দলই। এবারও বাছাইপর্বে দুটি গ্রুপে খেলা হবে। বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। যে গ্রুপে পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র রয়েছে। ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ড, জিম্বাবুইয়ের পরিবর্তে সুযোগ পাওয়া নামিবিয়া, হল্যান্ড ও থাইল্যান্ড খেলবে। গ্রুপপর্ব শেষে সেমিফাইনাল হবে এবং ৭ সেপ্টেম্বর ফাইনাল হবে। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল করে মোট চারদলকে নিয়ে হবে সেমিফাইনাল। পরে শেষ চারের সেরা দুই দল ফাইনালে যাবে। ফাইনালিস্ট দুই দলকেই দেয়া হবে টি২০ বিশ্বকাপের টিকেট। আগামী ৫ সেপ্টেম্বর হবে সেমিফাইনাল ম্যাচ দুইটি। পরে ৭ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বাছাইপর্ব। বাছাইপর্বে বাংলাদেশের যে তিন প্রতিপক্ষ রয়েছে তাদের হারানো বাংলাদেশের কাছে সহজই হওয়ার কথা। পাপুয়া নিউ গিনিকে এর আগেও হারিয়েছে বাংলাদেশ। গত আসরেই গ্রুপপর্বে হারিয়েছে। স্কটল্যান্ডকেও গত আসরে সেমিফাইনালে হারিয়েছে বাংলাদেশ। এর আগে ২০১৫ সালের বাছাইপর্বেও স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এবার গ্রুপপর্বে বাংলাদেশের আরেক প্রতিপক্ষ হচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো দলটি বড় কোন আসরে খেলছে। নাটকীয় কিছু না ঘটলে তাই গ্রুপপর্বে বাংলাদেশই যে সবার ওপরে থাকবে তা নিশ্চিতই বলে দেয়া যায়। অন্যদিকে আয়ারল্যান্ড আরেক গ্রুপের সেরা থাকতে পারে, দ্বিতীয় স্থানে নামিবিয়া অথবা হল্যান্ড থাকতে পারে। তার মানে সেমিফাইনালে এই দুই দলের এক দলকে পাবে বাংলাদেশ। গত আসরে হল্যান্ডকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। আর নামিবিয়ার সঙ্গে টি২০ খেলার সুযোগ হয়নি। তার মানে ফাইনালে ওঠার পথ বাংলাদেশের পরিষ্কারই। ফাইনালে প্রতিপক্ষ থাকতে পারে আয়ারল্যান্ড। যাদের গত আসরে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তবে বাংলাদেশের লক্ষ্য আগে ফাইনালে ওঠা। কারণ ফাইনালে উঠলে বিশ্বকাপের টিকেট মিলবে।
×