ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সহজ গ্রুপে চ্যাম্পিয়ন লিভারপুল

প্রকাশিত: ০৯:৩১, ৩১ আগস্ট ২০১৯

 সহজ গ্রুপে চ্যাম্পিয়ন লিভারপুল

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের ২০১৯-২০ মৌসুমের গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফ্রান্সের মোনাকোতে জমকালো আয়োজনে ৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপে আসরের সবচেয়ে বেশি রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বর্তমান রানার্সআপ টটেনহ্যাম হটস্পার কঠিন গ্রুপে পড়লেও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল পড়েছে অপেক্ষাকৃত সহজ গ্রুপে। ‘ই’ গ্রুপে ছয়বারের চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গী ইতালির নেপোলি, অস্ট্রিয়ার রেড বুলস সালসবার্গ ও বেলজিয়ামের জেঙ্ক। গতবার লিভারপুলের কাছে সেমিফাইনালের ফিরতি লেগে বড় ব্যবধানে হেরে ছিটকে পড়ে বার্সা। এবার কাতালানরা পড়েছে ‘এফ’ গ্রুপে। তাদের সঙ্গী জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, ইতালির ইন্টার মিলান ও চেক রিপাবলিকের স্লাভিয়া প্রাগে। গত আসরে শেষ ষোলোতে আয়াক্সের কাছে হেরে যাওয়া রিয়াল এবার আছে ‘এ’ গ্রুপে। ২০১৭-১৮ মৌসুমে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয়ের পথে দ্বিতীয় রাউন্ডের দুই লেগেই পিএসজিকে হারিয়েছিল জিনেদিন জিদানের দল। এবার পিএসজিকে গ্রুপপর্বেই পাচ্ছে রিয়াল। তাদের গ্রুপের অন্য দুই দল তুরস্কের গালাতাসারে ও বেলজিয়ামের ক্লাব ব্রুগে। জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে আছে গতবারের রানার্সআপ টটেনহ্যাম হটস্পার, গ্রিসের অলিম্পিয়াকোস ও সার্বিয়ার রেড স্টার বেলগ্রেড। ইংলিশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও পড়েছে সহজ গ্রুপে। গতবার কোয়ার্টার ফাইনালে টটেনহ্যাম হটস্পারের কাছে নাটকীয় লড়াইয়ে এ্যাওয়ে গোলে পিছিয়ে পড়া সিটি আছে ‘সি’ গ্রুপে। তাদের গ্রুপসঙ্গী ইউক্রেনের শাখতার ডোনেস্ক, ক্রোয়েশিয়ার ডায়নামো জাগরেভ ও ইতালির আটালান্টা। গতবার আয়াক্সের কাছে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়া জুভেন্টাস আছে ‘ডি’ গ্রুপে। তাদের সঙ্গী এ্যাটলেটিকো মাদ্রিদ, জার্মানির বেয়ার লেভারকুসেন ও রাশিয়ার লোকোমোটিভ মস্কো। ‘জি’ গ্রুপে আছে রাশিয়ার জেনিট সেন্ট পিটার্সবার্গ, পর্তুগালের বেনফিকা, ফ্রান্সের অলিম্পিক লিঁও ও জার্মানির লাইপজিগ। আর ‘এইচ’ গ্রুপে ইংলিশ ক্লাব চেলসির প্রতিপক্ষ গতবারের সেমিফাইনালিস্ট হল্যান্ডের আয়াক্স, স্পেনের ভালেন্সিয়া ও ফরাসী ক্লাব লিলে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে নতুন মৌসুমের খেলা। ফাইনাল হবে আগামী বছরের ৩০ মে তুরস্কের আতাতুর্ক অলিম্পিয়া স্টেডিয়ামে। ড্র’র পর চ্যাম্পিয়ন লিভারপুলের কোচ জার্গেন ক্লপ জানিয়েছেন, তাদের গ্রুপের লড়াইটা বেশ আকর্ষণীয় হবে। তারকা এই কোচ বলেন, নেপোলি অবশ্যই একটি অভিজ্ঞ দল। তাদের কোচ কার্লো আনচেলোত্তি এই প্রতিযোগিতার শিরোপা জিতেছেন। জেঙ্ক ও সালসবার্গের দিকে এখন আমার আরও নিবিড়ভাবে দৃষ্টি দেয়ার দরকার হবে। এরই মধ্যে আমি জানি তারা খুবই তরুণ, দারুণ এবং সতেজ দল। তাই এটা আকর্ষণীয় হবে এটা নিশ্চিত।
×