ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে মাত্র ৭শ’ টাকার জন্য শ্রমিক খুন

প্রকাশিত: ০৯:২৫, ৩১ আগস্ট ২০১৯

 নারায়ণগঞ্জে মাত্র ৭শ’  টাকার জন্য  শ্রমিক খুন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর টানবাজার এলাকায় আরিফ হোসেন (২২) নামে এক হোসিয়ারি শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সোয়া বারোটায় টানবাজার এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে ওয়াকওয়েতে এ হত্যাকা-টি ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মিরাজ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে। নিহত আরিফ নগরীর নিতাইগঞ্জ ঋষিপাড়া এলাকায় ভাড়াটে বাসিন্দা শ্রমিক আব্দুল মতিনের ছেলে। সে টানবাজার এলাকায় রিভারভিউ টাওয়ারের নবম তলায় একটি হোসিয়ারির শ্রমিক ছিল। এ ঘটনায় শুক্রবার দুপুরে হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিফ হোসেন তার সহকর্মী সোহরাবের কাছ থেকে কিছুদিন আগে মাত্র সাত শ’ টাকা ধার নিয়েছিল। সেই টাকা ফেরত না দেয়ায় বৃহস্পতিবার রাতে হোসিয়ারির কাজ শেষে বাড়ি ফেরার পথে আরিফকে ওয়াকওয়েতে ডেকে নিয়ে যায় সোহরাব। এ সময় সোহরাব আরিফের কাছে পাওনা টাকা চায়। এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিত-া হয়। পরে আরিফের ওপর অতর্কিত হামলা চালায় সোহরাব ও তার সহযোগীরা। এরপর আরিফের বুকেসহ শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাত করে সেখান থেকে তারা পালিয়ে যায়। এ সময় আরিফের চিৎকারে আশপাশের লোকজন এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে শহরের খানপুরে ৩শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থলে উপস্থিত লোকজন মিরাজ নামে আরিফের এক সহকর্মীকে গণপিটুনি দিয়ে আটক করে রাখে। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে মিরাজকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। সীতাকুন্ডে যুবক নিজস্ব সংবাদদাতা সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে জানান, সীতাকুন্ডে বখাটে সহপাঠীর ছুরিকাঘাতে মোঃ রেজাউল করিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সীতাকুন্ড পৌরসভার চৌধুরী এলাকায় এ ঘটনা ঘটলেও শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলাউদ্দিন। নিহত যুবক চৌধুরীপাড়া এলাকার আবু জাফর প্রকাশ খান সাহেবের পুত্র। জানা যায়, বৃহস্পতিবার রাতে মাদকসেবী বখাটে সহপাঠীদের সঙ্গে আড্ডা দিচ্ছিল রেজাউল করিম। এ সময় টাকা দেয়া নেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটে সহপাঠীরা তাকে ছুরিকাঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। চেঁচামেচিতে আশপাশের লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যুবরণ করে।
×