ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অনুমোদন পেল দৃষ্টিনন্দন নক্সার চসিকের নগরভবন

প্রকাশিত: ০৯:২৪, ৩১ আগস্ট ২০১৯

 অনুমোদন পেল  দৃষ্টিনন্দন নক্সার  চসিকের  নগরভবন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ২০২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ‘নগরভবন’। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালনা কমিটির সভায় দৃষ্টিনন্দন নক্সার এ ভবন অনুমোদন পেয়েছে। ভবনটি চট্টগ্রামে একটি আইকনিক ভবন হবে বলে জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় নগর ভবন অনুমোদিত হয়। এ সভায় একইসঙ্গে ৩২৯ কোটি ৩৬ লাখ টাকার স্মার্ট সিটি প্রকল্পও উপস্থাপন করা হয়। তবে এ প্রকল্পটি ফিজিবিলিটি স্টাডি করে প্রতিবেদনসহ পরবর্তী সভায় পুনরায় উপস্থাপনের নির্দেশনা প্রদান করা হয়েছে। চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন জানান, সময়ের প্রয়োজনে সিটি কর্পোরেশনের জন্য একটি দৃষ্টিনন্দন আইকনিক বহুতল ভবনের চাহিদা ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নগর ভবনের নক্সা তৈরি করা হয়েছে। এ প্রকল্প অনুমোদনের মধ্য দিয়ে কর্পোরেশনের দীর্ঘদিনের পরিকল্পনা আরও একধাপ এগিয়ে গেছে। ভবনটি নির্মিত হলে আগামী ৩০-৪০ বছরের চাহিদা পূরণ হবে। প্রসঙ্গত, নগর ভবন নির্মাণ প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল গত মার্চে। তারও আগে ২০১৫ সালে প্রথমবার এবং ২০১৭ সালে ডিপিপি (ডেভেলপমেন্ট প্রজেন্ট প্রপোজাল) সংশোধন করে দ্বিতীয়বার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। অবশেষে প্রকল্পটি অনুমোদিত হওয়ায় সকল জটিলতার অবসান ঘটেছে।
×