ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গ্রুপ থিয়েটার ফেডারেশনের বছরব্যাপী আয়োজন

প্রকাশিত: ০৯:১৫, ৩১ আগস্ট ২০১৯

 বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে গ্রুপ থিয়েটার ফেডারেশনের বছরব্যাপী আয়োজন

সংস্কৃতি ডেস্ক ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বছরব্যাপী ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। গত ২৩ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় কেন্দ্রীয় পরিষদ সভায় গৃহীত কর্মসূচী- সারাদেশে ১০০টি নাট্যদলের বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের গান নিয়ে কোরিওগ্রাফি প্রদর্শনী আয়োজন করা হবে। সারাদেশে ১০০টি নাট্যদলের কোরিওগ্রাফি প্রদর্শনীর আয়োজন করা হবে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে। সারাদেশে ১০০টি নাট্যদল নিয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা থেকে আনুষ্ঠনিকভাবে পাঠ এবং পর্যালোচনা করার আয়োজন করা হবে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত ১০০টি নাট্যদল সারাদেশে বছরব্যাপী ১০০টি নাটকের প্রদর্শনী করবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকায় একটি নাট্যোৎসব আয়োজন করবে।
×