ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিল্পী শুভ্রা দেবনাথের একক সঙ্গীতসন্ধ্যা

প্রকাশিত: ০৯:১৫, ৩১ আগস্ট ২০১৯

 শিল্পী শুভ্রা দেবনাথের একক সঙ্গীতসন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুভ্রা দেবনাথ একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান উপভোগ করল দর্শক-শ্রোতারা। রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের নুভেল ভগ অডিটরিয়ামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাঁর একক রবীন্দ্র সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়। শুভ্রার গাওয়া গানগুলো শ্রোতাদের মুগ্ধ করে। ছোটবেলা থেকেই গানে শুভ্রার হাতেখড়ি। তিনি প্রথম তালিম নেন সঙ্গীতশিল্পী দিলীপ দাসের কাছে। এরপর ওস্তাদ মুরাদ আলী, লিলি ইসলাম, সাদী মহম্মদ ও রেজওয়ানা চৌধুরী বন্যার কাছে সঙ্গীতে তালিম নিয়েছেন। শুভ্রা দেবনাথ দেশে ও দেশের বাইরে আরও অনেক একক সঙ্গীতসন্ধ্যাসহ অনেক মঞ্চে পারফরমেন্স করেছেন। অনুষ্ঠান প্রসঙ্গে শিল্পী বলেন, এ ধরনের প্রোগ্রামে শ্রোতারা সাধারণত পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে চান। ব্যক্তি জীবনে শুভ্রা দেবনাথ গানের পাশাপাশি কলেজে শিক্ষকতা করছেন। তিনি এ্যান্ড্রু কিশোরের সঙ্গে চলচ্চিত্রে প্লেব্যাকও করেছেন। এ ছাড়াও তিনি দুটি একক ও দৈত এ্যালবাম প্রকাশ করেছেন। আগামীতে শুভ্রা দেবনাথের আরো দুটি একক রবীন্দ্রসঙ্গীতের এ্যালবাম বাজারে আসবে। এ দুটি এ্যালবামের গান রেকর্ডিং করেছেন কলকাতায়। সঙ্গীত পরিচালনায় ছিলেন অজয় মিত্র। শিল্পী শুভ্রা দেবনাথ সঙ্গীতে স্বীকৃতিস্বরূপ দেশ ও দেশের বাইরে অনেক পুরস্কারে সম্মানিত হয়েছেন। শিল্পী বলেন, গান হচ্ছে আমার প্রাণ। যতদিন বাঁচব ততদিন রবীন্দ্রসঙ্গীতকে হৃদয়ে লালন করেই বেঁচে থাকব।
×