ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হাঁসের জন্য জুতো

প্রকাশিত: ০৯:০৩, ৩১ আগস্ট ২০১৯

হাঁসের জন্য জুতো

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের শৌখিন হাঁস পালক জন ডিক্সন। তার প্রিয় হাঁস রকি হাঁটতে গিয়ে আহত হয়। হাঁসটি একটি পা তুলতে পারছিল না। পরে তিনি রকিকে স্থানীয় পশু হাসপাতালে নিয়ে যান। রকির এই অবস্থা দেখে ডাক্তার ম্যাট কুইলান একটি জুতো বানিয়ে দেন। জুতো পরে রকি এখন মনের আনন্দে হাঁটতে পারছে। এমনকি উঁচু-নিচু জায়গা দিয়ে হাঁটতেও এটির সমস্যা হচ্ছে না। পায়ের ক্ষত শুকিয়ে গেলে রকি সাঁতরাতে পারবে বলে জানান ওই ডাক্তার। -ইউপিআই
×