ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ পর্যন্ত দুই হাজারের বেশি গ্রেফতার

রাশিয়ায় দানা বাঁধছে বিরোধীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৪৯, ৩১ আগস্ট ২০১৯

 রাশিয়ায় দানা বাঁধছে বিরোধীদের  বিক্ষোভ

রাশিয়ার বিরোধীদলের জন্য এখন এক কঠিন সময় চলছে। অবাধ ও সুষ্ঠু স্থানীয় নির্বাচন দাবিতে ১০ আগস্ট প্রায় ৫০ হাজার মানুষ মস্কোর রাজপথে বিক্ষোভ করে। এটি ছিল ২০১২ সালের পর রাজধানীতে সবচেয়ে বড় সমাবেশ। আজ ৩১ আগস্ট আবার বিক্ষোভ করার কথা রয়েছে বিরোধীদলীয় নেতাদের। তারা আশা করছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তারা চাপ সৃষ্টি করতে পারবেন। এদিকে পুতিন বিরোধীদলকে দমনের চেষ্টা করলেও বিক্ষোভ ক্রমেই দানা বাধছে। সিএনএন। মস্কোর বিরোধদলীয় নেতাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে পরিচিত নেতা আলেক্সি নাভালনি। ২৭ জুলাই অবৈধ বিক্ষোভের ডাক দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এবং তাকে ৩০ দিনের কারাদন্ড দেয়া হয়। কারাগারে তিনি এ্যালার্জিজনিত কারণে খুবই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। তার ব্যক্তিগত চিকিৎসক আশঙ্কা করেন যে, অজ্ঞাত রাসায়নিকের বিষক্রিয়ার কারণে তার এমনটা হয়েছে। এক মাস পরে তিনি কারাগার থেকে মুক্তি পান। কিন্তু তিনি যখন কারাগারে ছিলেন তখন আরেকজন বিরোধীদলীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হন। তিনি হলেন লিউবোভ সোবোল। পেশায় আইনজীবী এই সোবোল নাভালনির এ্যান্টি করাপসন ফান্ডের একজন কর্মী। আসন্ন পৌর নির্বাচনে নির্বাচন কর্মকর্তারা তাকে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দিতে অস্বীকৃতি জানালে তিনি মাসব্যাপী অনশন করেন। তাকেও গত ৩ আগস্ট বিক্ষোভের আগে গ্রেফতার করা হয়েছিল এবং পরে তাকে মুক্তি দেয়া হয়। আগামী ৮ সেপ্টেম্বর যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সে সবকে কেন্দ্র করে বিক্ষোভ করে বিরোধীদল। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রয়োজনীয় সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করতে না পারায় মস্কোর নির্বাচন কমিশন বেশ কয়েকজন স্বতন্ত্র ও বিরোধদলীয় প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে। বিরোধীদলীয় কর্মীরা অভিযোগ করেন, নির্বাচন থেকে তাদের দূরে রাখতে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেয়া হয়েছে। কিন্তু বিক্ষোভ বর্তমানে ভিন্ন আঙ্গিকে করার চিন্তাভাবনা চলছে। বিরোধীদলের কার্যক্রমের ওপর ব্যাপক দমনাভিযানের বিরুদ্ধে তারা সরব হয়ে উঠছেন। আসন্ন বিক্ষোভের স্লোগান হচ্ছে রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে।
×