ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিতাড়নের পর মাঝ আকাশ থেকে শরণার্থী পরিবারকে ফেরাল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৮:৪৭, ৩১ আগস্ট ২০১৯

 বিতাড়নের পর মাঝ আকাশ থেকে শরণার্থী পরিবারকে ফেরাল অস্ট্রেলিয়া

শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের সময়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে গিয়েছিলেন নাদেসালিঙ্গম ও প্রিয়া। পরে সেখানে তারা বিয়ে করেন। তামিল এ দম্পতির দুইটি কন্যা রয়েছে, যাদের জন্ম অস্ট্রেলিয়ায়। নাদেসালিঙ্গম পরিবার নিয়ে কুইন্সল্যান্ডের ছোট্ট শহর বিলোয়েলায় বসবাস করতেন। তারা শরণার্থী নন বলে জানিয়েছেন। গত বছর মার্চে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ পরিবারটিকে জোর করে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। অভিবাসন কর্মকর্তারা যখন নাদেসালিঙ্গমের পরিবারকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছিল তখন স্থানীয় লোকজন তাদের বাধা দেয়। খবর বিবিসির। নাদেসালিঙ্গমের পরিবারকে ফিরিয়ে আনতে একটি পিটিশনও দায়ের করা হয়। এতে এক লাখ ২০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। এর জেরে পরিবারটিকে বিতাড়নের ওপর আদালত স্থগিতাদেশ জারি করলে বিমানবন্দর থেকে শেষ মুহূর্তে তাদের শ্রীলঙ্কাগামী বিমানে তুলে দেয়া বাতিল করতে বাধ্য হয়েছিল অভিবাসন কর্তৃপক্ষ। বিলোয়েলায় গত মার্চের এ ঘটনা অস্ট্রেলিয়াজুড়ে বিতর্কের জন্ম দেয়। পরিবারটির লোকজন বলেন, অতীত রাজনৈতিক কর্মকা-ের কারণে শ্রীলঙ্কা ফেরার পর তাদের নিপীড়নের শিকার হওয়ার ঝুঁকি রয়েছে। গত এক বছরের বেশি সময় ধরে নানা আইনী প্রক্রিয়া চলার পর সম্প্রতি অস্ট্রেলিয়ার অভিবাসন কর্তৃপক্ষ বিতাড়নের সিদ্ধান্তে অটল থাকার কথা জানান। ওই দিন স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘তারা আমাদের দেশের দেয়া সুরক্ষা পাওয়ার যোগ্য নন।’ অভিবাসন কর্তৃপক্ষ ওই পরিবারের আশ্রয় প্রার্থনার আবেদন খুবই গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করে তা বাতিল করেছে বলেও জানান তিনি।
×