ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

৫ বছরে আগুন লাগার ঘটনা ৮৯,৯২৩

প্রকাশিত: ০৭:৩৫, ৩১ আগস্ট ২০১৯

 ৫ বছরে আগুন লাগার ঘটনা ৮৯,৯২৩

স্টাফ রিপোর্টার ॥ গত ৫ বছরে দেশে আগুন লাগার ঘটনা ঘটেছে ৮৯ হাজার ৯২৩টি। শুধু বস্তিতেই এর সংখ্যা ১ হাজার ২৮৮টি। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার অন্যতম কারণ অপরিকল্পিত গ্যাস লাইন ও বিদ্যুত সংযোগ। তবে নগরবিদদের মতে, কখনও কখনও বস্তি উচ্ছেদ করতেও এমন কৌশলের আশ্রয় নেয়া হয়। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের তথ্য থেকে জানা যায়, গত ৫ বছরে দেশে আগুন লাগার ঘটনা ঘটেছে ৮৯ হাজার ৯২৩টি। যার মধ্যে শুধু বস্তিতে ১ হাজার ২৮৮টি। ২০১৪ সালে ৬২৪টি, ২০১৫ তে ৭৫টি, ২০১৬ সালে ১৭০, ২০১৭ সালে ২৫৪ এবং ২০১৮ তে ১৬৫টি অগ্নিকা- হয় বস্তিতে। নগরপরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন, বস্তি উচ্ছেদ করতে অনেক সময়ই কৌশল হিসেবে আগুন ধরিয়ে দেয়া হয়। অথচ দেশের জিডিপিতে তাদের ভূমিকাও কম নয়।
×