ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বাশঁখালীতে অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাঁই

প্রকাশিত: ০৬:১৩, ৩০ আগস্ট ২০১৯

বাশঁখালীতে অগ্নিকাণ্ডে ৭ বসতঘর পুড়ে ছাঁই

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৯ টি পরিবারের ৬টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়েগেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার শিলকুপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ১নং ওয়ার্ডের জদা বাপের বাড়ীতে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষনে সর্বস্ব পুড়ে শেষ হয়ে যায়। সংঘটিত এ অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫০ লক্ষাধিক টাকা ছাড়িয়ে যাবে বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়। স্থানীয়সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে মোঃ মোস্তাক প্রকাশ টুনু মিয়ার পুত্র মোঃ হাছান নুর, মোঃ হোছাইন নুর, স্ত্রী নুর জাহান; মৃত নুরুল হক'র পুত্র মোক্তার আহমদ, আবচার উদ্দীন, আজগর হোসেন; মৃত গোলাম রসূল'র পুত্র মোঃ এরশাদ, আহমদ কবির, স্ত্রী আরজ খাতুন সহ ওই এলাকার ৯টি পরিবারের ৬টি বসতঘরসহ সমস্ত আসবাবপত্র পুড়ে যায় ।
×