ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকের নতুন মেসেজিং এ্যাপ ‘থ্রেড’

প্রকাশিত: ০৬:১১, ৩১ আগস্ট ২০১৯

  ফেসবুকের নতুন মেসেজিং এ্যাপ ‘থ্রেড’

নিকট বন্ধুদের সঙ্গে আরও বেশি তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে নতুন আরেকটি মেসেজিং এ্যাপ বানাচ্ছে ফেসবুক। ফেসবুকের ছবি শেয়ারিং এ্যাপ ইনস্টাগ্রামের সহায়ক এ্যাপ হিসেবে আনা হবে থ্রেডস নামের এই মেসেঞ্জারটি। খবরটি জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট। স্বয়ংক্রিয়ভাবে বন্ধুদের সঙ্গে গ্রাহকের ‘অবস্থান, গতি এবং ব্যাটারি লাইফ’ শেয়ার করবে থ্রেডস। এর পাশাপাশি ছবি এবং টেক্সটের মতো অন্যান্য সামাজিক মাধ্যমের পোস্টও শেয়ার করা যাবে। প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামের ‘নিকট বন্ধুদের’ সঙ্গে ব্যবহারের জন্যই আনা হচ্ছে এ্যাপটি। বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে এটির পরীক্ষা চালানো হচ্ছে। কবে নাগাদ ইনস্টাগ্রামে থ্রেডস এ্যাপটি আনা হবে তা নিশ্চিত করে বলা হয়নি। এ বিষয়ে কোন মন্তব্যও করেনি ফেসবুক। চলতি বছরের শুরুতেই স্ন্যাপচ্যাটের মতো ক্যামেরা-ফার্স্ট এ্যাপ ডিরেক্টে সমর্থন বন্ধ করেছে ফেসবুক। ২০১৭ সালে ডিরেক্ট নামের উন্মুক্ত করার পর চিলি, ইসরাইল, ইতালি, পর্তুগাল, তুরস্ক এবং উরুগুয়েতে এটির পরীক্ষা চালানো হয়। বিশ্বজুড়ে এ্যাপটি উন্মুক্ত করার আগেই চলতি বছরের শুরুতে এটি বাতিল করে ফেসবুক। এ বছরের জানুয়ারিতে ফেসবুকের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়, হোয়াটসএ্যাপ, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামকে একত্রিত করা হবে। এর মাধ্যমে এ্যাপ পরিবর্তন না করেই এক এ্যাপ থেকে অন্য এ্যাপে বার্তা আদান প্রদান করতে পারবেন গ্রাহক। এই প্রকল্পের মাধ্যমে এ্যাপগুলো আলাদা থাকলেও এগুলোকে একটি মেসেজিং প্ল্যাটফর্ম বা প্রটোকলের আওতায় আনা হবে।
×